• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
অনুমোদনহীন রেস্তোরাঁয় অভিযান প্রসঙ্গে যা বললেন হাইকোর্ট
অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মার্চ) বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে থাকা অনুমোদনহীন ১৩ রেস্টুরেন্ট সিলগালাই থাকবে বলে রায় দেন আদালত। শুনানিতে উপস্থিত ছিলেন- অভিযান পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত তার কথা শোনেন। পরে রেস্তোরাঁখাতে শৃঙ্খলা ফেরাতে এই আদেশ দেন। এ বিষয়ে রাজউকের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হাসান বলেন, আদালত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা শুনেছেন এবং রেস্তোরাঁখাতে শৃঙ্খলা ফেরাতে আইন অনুযায়ী অভিযান চালু রাখতে বলেছেন। প্রসঙ্গত, বেইলি রোড ট্রাজেডির পর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযানে গ্রেপ্তারকৃত রেস্তোরাঁ শ্রমিকদের তালিকা চেয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে, শ্রমিকদের গ্রেপ্তার করা কেন অবৈধ হবে না, তা চেয়েও রুল জারি করেন আদালত। এ বিষয়ে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বিবাদীদের বলা হয়।
২১ মার্চ ২০২৪, ১৭:৫৪

শরীয়তপুরের অনুমোদনহীন হাসপাতাল সিলগালা
শরীয়তপুরের নড়িয়াতে সরকারি অনুমোদন না-থাকায় ইসলামিয়া হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক নামে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘড়িসার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে হাসপাতালটি সিলগালা করে দেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঘড়িসার বাজারের ইসলামিয়া হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক নামের ওই হাসপাতালটি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলো। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসলে হাসপাতালটি সিলগালা করে দেয়ার নির্দেশনা দেয়া হয়। পরে সেই নির্দেশনা অনুযায়ী সোমবার বিকেলে অভিযান পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. পারভেজ।  ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, অনুমোদন না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আসতে পারে তাহলে হাসপাতালটি পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।
২৯ জানুয়ারি ২০২৪, ২১:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়