• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
কুয়ালালামপুরের অদূরে পুচং এলাকায় ফ্যাক্টরিতে কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাই বেশি। বিদেশি কর্মীদের ঘিরে এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যাবসা-বাণিজ্য। তবে ছিল না কোনো মসজিদ। এবার এখানেই জামে মসজিদ নির্মাণের জন্য প্রায় সাত কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মালয়েশিয়ান নাগরিক।  রমজানের শুরুতেই অনুদান ও মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক এ ঘোষণা দেন মসজিদ কমিটির সভাপতি স্থানীয় নাগরিক হাজি ওথস ম্যান বিন এনগাদিমিন। এ সময় অনুদানের বিষয়টিও নিশ্চিত করেন তিনি। ঘোষণার সময় দান করা ঐ মালয়েশিয়ান নাগরিক উপস্থিত থাকলেও নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। এ সময় প্রবাসী বাংলাদেশিদের জন্য মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণে এগিয়ে আসায় ধন্যবাদ জানান মসজিদের সার্বিক তত্ত্বাবধায়নে থাকা মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। এর আগে, মাত্র দুই রিঙ্গিতে সরকারি এই জায়গা বরাদ্দ করা হয় বাংলাদেশিদের মসজিদ নির্মাণের জন্য। এদিকে মসজিদ নির্মাণের এ ঘোষণায় দারুণ উচ্ছসিত সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।   
১ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের জন্য বিদেশি অনুদান কমছে : ত্রাণ প্রতিমন্ত্রী
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জীবন ধারণের জন্য সার্বিক খরচ বেড়ে গেলেও বিদেশি অনুদানের পরিমাণ কমে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। এ অবস্থায় অনুদান বাড়ানোসহ রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেকজান্ড্রা বের্গ ভন লিনডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী। মহিববুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ সার্বিক খরচ বাড়লেও বিদেশি অনুদান কমছে। এ পরিস্থিতিতে অনুদান বাড়ানোসহ দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে সুইডেনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি ও তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে কোনো উদ্বেগ নেই। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।  
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২

ফিলিস্তিনে অনুদান বন্ধের ঘোষণা ৬ পশ্চিমা দেশের
ফিলিস্তিনিদের জন্য অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে ছয় পশ্চিমা দেশ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ- এর কয়েক জন কর্মীর বিরুদ্ধে ইসরায়েল ৭ অক্টোবর হামলায় সম্পৃক্তার অভিযোগ তোলার পর এ ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো। শনিবার (২৭ জানুয়ারি) ছয় দেশের মধ্যে সর্বশেষ যুক্তরাজ্য ও ফিনল্যান্ড অনুদান বন্ধের ঘোষণা দেয়। এর আগে শুক্রবার ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্র অনুদান বন্ধের ঘোষণা দিয়েছিল। শুক্রবার (২৬ জানুয়ারি) বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে ইউএনআরডব্লিউএর অন্তত ১২ জন কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।  বিবৃতিতে বলা হয়, অভিযোগের যথাযথ তদন্ত না হলে ইউএনআরডব্লিউএ-এর তহবিলে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বরাদ্দ বন্ধ থাকবে। শনিবার ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেলফিলিপ লাজারিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সংস্থাটি অভিযুক্ত কর্মীদের চাকরিচ্যুত করেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) সেক্রেটারি-জেনারেল হুসেইন আল-শেখ পশ্চিমাদের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি বলেছেন, এই সময়ে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত আগ্রাসনের আলোকে, আন্তর্জাতিক সংস্থার সর্বাধিক সমর্থন প্রয়োজন। একে সমর্থন ও সহায়তা বন্ধ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
২৮ জানুয়ারি ২০২৪, ০৩:২০

ক্যান্সার আক্রান্ত এহসানকে ম্যাচসেরার টাকা অনুদান বিজয়ের
বিপিএলে ফরচুন বরিশালের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। পরে ম্যাচসেরার পুরো টাকা অনুদান হিসেবে এক ক্যান্সার লড়াকু, বিসিবির হাই-পারফরম্যান্স ইউনিটের কোচ জাফরুল এহসানকে দিয়েছেন তিনি। এ ছাড়া তাকেই এই জয় উৎসর্গ করেছে দলটি।  ম্যাচসেরা হিসেবে এক লাখ টাকা পুরস্কার পাওয়ার পর বিজয়ের মন্তব্য, ম্যাচ শুরুর আগে আমাদের একটা কথোপকথন হয়। আমাদের এহসান (স্যার) এখন হাসপাতালে আছেন, ক্যান্সার রোগী। আমরা প্রথমেই ভেবেছিলাম এই ম্যাচ জিতব ও তাকে উৎসর্গ করব এবং দলের যে ম্যান অব দ্য ম্যাচ হবে, সেটা আমরা তার জন্য কন্ট্রিবিউট করব। এটা (পুরস্কারের টাকা) তাকে কন্ট্রিবিউট করছি।  সোমবার (২২ জানুয়ারি) তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ১৮৭ রানের বিশাল পুঁজি পায় ফরচুন বরিশাল। তবে বিশাল এই রান মাত্র ১৮ ওভারেই তাড়া করে ফেলে খুলনা। ওপেনিংয়ে নেমে ৬৩ রানের ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন বিজয়। এ ছাড়া ২২ বলে ৫৩ রানের ক্যামিওতে জয়ের পথ সহজ করেন এভিন লুইস। এদিকে ম্যাচসেরা হওয়া ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব লুইসকে দিয়েছেন এই ওপেনার। বিজয়ের ভাষ্য, আপনারা তো লুইসের খেলা দেখলেন। আসলে লুইসই ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ক্যারি করেছি। আমার কাছে মনে হয়েছে আমি শুধু ক্যারি করেছি। খেলাটা আসলে পুরোটাই ইউটার্ন করিয়ে দিয়েছে লুইস। মিরপুরে এই রান তাড়া করা সহজ নয়। কিন্তু ও খেলাটা শেষ করে দিয়েছে।
২৩ জানুয়ারি ২০২৪, ১২:১৪

ডিইউজের কল্যাণ ফান্ডে মধুমতি ব্যাংকের ১০ লাখ টাকা অনুদান
মধুমতি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কল্যাণ ফান্ডে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছে। বুধবার (১৭ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসারআরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭ জানুয়ারি ২০২৪, ১৮:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়