• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
অধিনায়ক বাবরের অনন্য রেকর্ড
বিশ্বকাপের ব্যর্থতার পর  অধিনায়কত্ব থেকে সরিয়ে দাঁড়িয়েছিলেন বাবর আজম। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাবরকে নেতৃত্বে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ব্যাটিং করতে নেমে একটা রেকর্ডও গড়েছেন। রোববার (২১ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দল হারলেও ২৯ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন বাবর। অধিনায়ক হিসেবে পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে ২২৪৬ রান করেছেন বাবর। যা করতে পারেননি আর কোনো অধিনায়কই। এর আগে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ২২৩৬ রান করেছিলেন। এ তালিকায় শীর্ষ পাঁচজনের তিনজনই এখনো দলের অধিনায়কত্ব করছেন বাবর ছাড়াও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও ভারতের রোহিত শর্মা। একমাত্র ফিঞ্চই অবসরে গেছেন। বিরাট কোহলি খেললেও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন অনেক আগেই। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৩৯ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে ব্যাট হাতে করেছেন ৮২৬ রান। তাই এ তালিকায় তিনি অবশ্য বেশ পিছিয়ে। কমপক্ষে ১ হাজার রানই আছে ১৭ জনের।
২২ এপ্রিল ২০২৪, ২০:০৫

পশ্চিমবঙ্গের বসিরহাটে সম্প্রীতির অনন্য নজির
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তের মহকুমা শহর বসিরহাটে দেখা গেল সম্প্রীতির এক অনন্য নজির। মুসলিম সম্প্রদায়ের হাতে পানি খেয়ে টাকি রোডে রামনবমী মিছিল শুরু করলেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। গত রোববার (২১ এপ্রিল) বসিরহাটে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় শোভাযাত্রায় যোগদানকারীদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য প্রাচীন মাওলানাবাগ দরবার শরীফের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়। এদিন দেখা গেছে, সংখ্যালঘু মুসলমান লোকজন পানীয় জল নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। আর সেই জল পান করেই রামনবমীর মিছিলে সামিল শহর বসিরহাট। যেভাবে রাজ্যজুড়ে তীব্র দাবদহ চলছে। যেখানে বসিরহাটের তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে, সেখানে রাম নবমীর মিছিলে হাঁটা মানুষদের তৃষ্ণা মেটাতে রাস্তার ধারে বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের পক্ষ থেকে পানীয় জল বিতরণের ব্যবস্থা করা হয়। রামনবমী উপলক্ষে যেসব ভক্তরা মিছিলে যোগদান করছেন তাদের হাতে পানীয় জলের বোতল তুলে দেন দরবার শরীফের সদস্য খোবায়েব আমিনসহ সদস্যরা। এই মিছিলে পা মেলান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীশিথ প্রামানিক ও বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিন পানীয় জল বিতরণের মধ্য দিয়ে একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের নজিরবিহীন ছবি দেখা যায়। যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। এই মিছিল শুরু হয় বসিরহাট সোনপুকুর ধার থেকে গোটা শহর ঘুরে সেখানেই শেষ হয় প্রায় চার কিলোমিটার এই মিছিল পরিক্রমা হয় পা মেলাতে দেখা গেল কয়েক হাজার রাম ভক্ত অনুগামীদের নিরাপত্তার বেসট্রোনিতে মুড়ে রাখা হয়েছিল গোটা বসিরহাট শহর।
২২ এপ্রিল ২০২৪, ১৭:২৭

তীব্র দাবদাহ : ট্রাফিক সদস্যদের স্বস্তি দিতে ডিএমপির অনন্য উদ্যোগ
প্রচণ্ড খরতাপে পুড়ছে সারা দেশ। টানা হিটওয়েভে ওষ্ঠাগত জনজীবন। এই তীব্র গরমের মাঝেও খোলা আকাশের নিচে ঢাকা মেট্রোপিলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছেন। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যরা হিটস্ট্রোকসহ পানিশূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন। তীব্র গরমে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার নির্দেশনায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকেই ট্রাফিক বিভাগের দায়িত্বরত সব সদস্যদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এই তীব্র তাপদাহ যতদিন থাকবে ততদিন এ কার্যক্রম চলবে। এ বিষয়ে ট্রাফিক রমনা বিভগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা বলেন, এই অসহনীয় গরমে রাস্তায় ডিউটি করা সত্যিই কষ্টকর। কমিশনার স্যার এই উপলব্ধি থেকে ট্রাফিকের সব পুলিশ সদস্যের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করেছেন, এজন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। এমন উদ্যোগ ট্রাফিকের সব সদস্যদের এই তীব্র গরমের মাঝেও দায়িত্ব পালনে আরও উদবুদ্ধ করবে।
১৯ এপ্রিল ২০২৪, ২২:০৪

ঈদে ভাড়া মওকুফ করে বাড়িওয়ালার অনন্য নজির
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে আসন্ন ঈদের অতিরিক্ত খরচের চাপ কমানো এবং ঈদ আনন্দকে প্রাণবন্ত করতে ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করেছেন রাজধানীর মিরপুর এলাকার একটি বাড়ির মালিক। আর বিষয়টি ভাড়াটিয়াদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছেন তিনি। সোমবার (১ এপ্রিল) ওই বাড়ির মালিকের চিঠি সামাজিকমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। চিঠির লেখাগুলো হুবহু তুলে ধরা হলো-  নিত্যপণ্যের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদের অতিরিক্ত খরচের চাপ কমানো এবং আপনাদের ঈদ আনন্দকে প্রাণবন্ত করার উদ্দেশ্যে এপ্রিল, ২০২৪ মাসের মূল ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হইল। জানা গেছে, সোমবার (১ এপ্রিল) রাজধানীর মিরপুরের রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়ির ভাড়াটিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি জানালে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন ওই বাড়ির মালিককে। এই বাড়িওয়ালার হাউজিংয়ে দুইটা বাড়ি আছে এবং সবার জন্য এবার ঈদে এই উপহার দিয়েছেন তিনি। একজন কমেন্টে লিখেছেন, ঢাকার এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়ার জন্য উদারতা দেখিয়েছেন। আল্লাহ নিশ্চয় উত্তম কাজের উত্তম প্রতিদান দেবেন। তবে এমন হৃদয়বান মানুষের সংখ্যা সমাজে বৃদ্ধি পাওয়া দরকার। আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে রোজা বা ঈদ উপলক্ষে এমন একটি করে ভালো কাজ করলে সমাজে একটা বিরাট পরিবর্তন আসবে। আরেকজন লিখেছেন, এমন ভালো মানুষ আছে বলেই পৃথিবী টিকে আছে। পোস্টদাতা আলিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি একজন ভাড়াটিয়া হিসেবে আমার আবেগ প্রকাশ করেছি মাত্র। তবে বাড়ির মালিক বিষয়টি গোপন রাখতেই পছন্দ করেন বলে জানিয়েছেন তিনি।
০১ এপ্রিল ২০২৪, ২১:৩৭

গেইল-কোহলিকে পেছনে ফেলে বাবরের অনন্য রেকর্ড
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। ঘরের মাঠে পিএসএল আসরেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। এখন পর্যন্ত  দুটি ম্যাচেই পঞ্চাশের বেশি রান করেছেন পেশোয়ার জালমির এই অধিনায়ক। এর ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। বুধবার (২১ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছিল বাবরের পেশোয়ার জালমি। প্রথমে ব্যাট করতে নেমে ৫১ বরে ৭২ রানের ইনিংস খেলেন এই ডান হাতি ব্যাটার। এতে ২৭১ ইনিংসে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।  সেই সঙ্গে দ্রুততম দশ হাজারি ক্লাবে পৌঁছার রেকর্ড গড়া ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। টি-টোয়েন্টি ফেরিওয়ালা খ্যাত এই কিংবদন্তি ক্রিকেটার ওই মাইলফলক ছুঁতে ২৮৫টি টি-টোয়েন্টি ইনিংস খেলেন।  গেইলের পরের অবস্থানেই ছিল ভারতীয় তারকা বিরাট কোহলি। সাবেক এই অধিনায়ক ২৯৯ ইনিংসে দশ হাজারি ক্লাবে প্রবেশ করেন। সবমিলিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে দশ হাজারের এলিট ক্লাবের সদস্য আছেন ১২ জন। যার সর্বশেষ সদস্য বাবর। টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের তালিকায় সবার ওপরে আছেন সাবেক ক্যারিবীয় ওপেনার গেইল। এরপর যথাক্রমে আছেন শোয়েব মালিক, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মানরো, জেমস ভিন্স, ডেভিড মিলার ও বাবর আজম। এর আগে চলতি আসরে পেশোয়ারের প্রথম ম্যাচটিতে বাবর পিএসএলের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন হাজার রান পূর্ণ করেছিলেন। এ ছাড়া অন্য কোনো ক্রিকেটার আড়াই হাজার রানও পার হতে পারেননি। 
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩১

কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্টের অনন্য অর্জন
ট্রাইটেক সরবরাহকৃত এইচভ্যাক প্রযুক্তির সহায়তায় বিশ্বসেরা লিড প্ল্যাটিনাম পরিবেশবান্ধব ওয়াশিং প্ল্যান্টের তালিকায় কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট ফ্যাক্টরি।   অত্যাধুনিক এয়ার কন্ডিশনিং ফ্যাসিলিটি, নবায়নযোগ্য এনার্জির ব্যবহার এবং অবিশুদ্ধ পানির পুনঃব্যবহারের মাধ্যমে, পরিবেশের ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাচ্ছে দেশীয় তৈরি পোশাক কারখানাগুলো। এরই ধারাবাহিকতায় ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের এইচভ্যাক ইঞ্জিনিয়ারিং সহায়তায় এবং কাওয়াসাকি অ্যাবজরপসন চিলার ব্যবহার করে বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব ওয়াশিং প্ল্যান্টের তালিকায় জায়গা করে নিয়েছে এম এন্ড জে গ্রুপের কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট। জাপানে প্রস্তুতকৃত কাওয়াসাকি অ্যাবজরপসন চিলার বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য, দীর্ঘস্থায়ী এবং এফিশিয়েন্ট অ্যাবজরপসন চিলার। অত্যাধুনিক ম্যাটেরিয়াল গ্রেড এবং সিলিং কোয়ালিটি এর কারণে এ চিলার অন্যান্য অ্যাবজরপসন চিলার থেকে দ্বিগুণের বেশি সময় পর্যন্ত কার্যকরী থাকতে সক্ষম।   ট্রাইটেক ইনস্টলকৃত কাওয়াসাকি অ্যাবজরপসন চিলার, ইনডিরেক্ট ইভাপোরেটিভ কুলিং টেকনোলজি, স্পেশাল ডাস্ট কালেকশন সিস্টেম এর মাধ্যমে কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট সমগ্র বিশ্বের মোট ৬৩টি লিড প্লাটিনাম পরিবেশবান্ধব ফ্যাক্টরিগুলোর মধ্যে অন্যতম হিসেবে সমাদৃত হয়েছে। কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্টে স্থাপিত কাওয়াসাকি অ্যাবজরপসন চিলার কোনো অপারেশন খরচ ছাড়াই পরিবেশে নির্গত হওয়া অব্যবহৃত তাপ ব্যবহার করে কুলিং এনার্জি সরবরাহ করে, যা সম্পূর্ণ প্ল্যান্টের এনার্জি খরচ এবং কার্বন নিঃসরণ এর পরিমাণ কমিয়েছে বহুগুণে। কারখানাটি সম্পর্কে ট্রাইটেকের ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবু আল মোত্তালিব রাজু গণমাধ্যমকে জানান, লিড সার্টিফিকেশন অর্জনের জন্য সঠিক পরিকল্পনার মাধ্যমে, সাশ্রয়ী এবং নবায়নযোগ্য এনার্জি সোর্স ব্যবহার করা, এনার্জি এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম স্থাপন করা, ব্যবহৃত পানির সঠিক ব্যবস্থাপনা, জীববৈচিত্র্যের ভারসাম্য বিনষ্ট এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী এমন কোনো প্রযুক্তি বা উপাদান ব্যবহার করা থেকে বিরত থাকার মাধ্যমে সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং এর এই চর্চা, দেশের শিল্পক্ষেত্রে একটি অনুকরণীও দৃষ্টান্ত। দেশের অন্যান্য ওয়াশিং প্ল্যান্টগুলোর জন্য কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এর আগে, ট্রাইটেক মিডিয়া ভি আর এফ এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করে একই শিল্পগোষ্ঠীর জেনেসিস ওয়াশিং প্ল্যান্টের এয়ার কন্ডিশনিং এর কাজ সম্পন্ন করে, যা বিশ্বের সর্বোচ্চ পরিবেশবন্ধব ওয়াশিং প্ল্যান্টগুলোর মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশে প্রায় ২০০টি লিড পরিবেশবান্ধব ফ্যাক্টরি রয়েছে এবং শীর্ষ ১০০টি লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির বেশিরভাগই বাংলাদেশে অবস্থিত।  
২৯ জানুয়ারি ২০২৪, ১৫:২২

কোহলিকে হাতছানি দিচ্ছে এক অনন্য রেকর্ড
২০২৩ সালটা ছিল ওয়ানডে ক্রিকেটের বছর। এশিয়া কাপ ও বিশ্বকাপকে কেন্দ্র করে সবার লক্ষ্য ছিল ৫০ ওভারের ক্রিকেটের ওপর। তাই ৪৩০ দিন পর টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ভারতের জন্য অনেকভাবেই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে দলের কন্ডিশন বুঝে নিতে এই সিরিজের দিকেই নজর নির্বাচকদের। তাই ৪৩০ দিন রোববার (১৪ জানুয়ারি) আবারও একবার টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে বিরাট কোহলিকে। সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন কোহলি। যে ম্যাচে ভারতকে দশ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এরপর আর টি-টোয়েন্টি খেলা হয়নি কোহলির। এমন প্রত্যাবর্তনের ম্যাচেও কোহলিকে হাতছানি দিচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের অনন্য এক রেকর্ড। আর মাত্র ৩৫ রান করলেই সবরকমের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ১২ হাজার রানের মালিক হবেন কোহলি। তার আগে এই কীর্তি করেছেন কেবল ৩ জন। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে কোহলির রান ১১ হাজার ৯৬৫। তার ওপরে আছেন কাইরন পোলার্ড (১২ হাজার ৪৩০ রান), শোয়েব মালিক (১২ হাজার ৯৯৩ রান) এবং ক্রিস গেইল (১৪ হাজার ৫৬২)। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের হিসেবে কোহলিই আছেন সবার ওপরে। ভারতের জার্সিতে ৪ হাজার ৮ রান করেছেন তিনি।   
১৪ জানুয়ারি ২০২৪, ১২:৩৪

অনন্য নজির গড়লেন আনিসুল হক
বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি টানা তিন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তার আগে আর কেউ একবারের বেশি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সুযোগ পাননি।  টানা তৃতীয়বারের মতো আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে অনন্য নজির গড়লেন তিনি। তিনি হলেন আনিসুল হক। তাকে আবারও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আনিসুল হক। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে নৌকা প্রতীকে দুই লাখ ২০ হাজার ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন আইনমন্ত্রী আনিসুল হক। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি এই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার সেন্ট জোসেফ হাই স্কুল থেকে ও-লেভেল সম্পন্ন করেন আনিসুল হক। এরপর ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে অ্যাডভান্সড লেভেল (এ-লেভেল) সম্পন্ন করেন। এ-লেভেল শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) ও  স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে মেধা তালিকায় স্থান অর্জন করেন। এরপর আনিসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। আনিসুল হক ১৯৮৫ সালের নভেম্বরে ঢাকা জেলা বারে এবং ১৯৮৭ সালের নভেম্বরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। ২০১০ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হন। পিতার মৃত্যুর পর আনিসুল হক বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার চিফ স্পেশাল প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। তার হাত ধরেই বঙ্গবন্ধু হত্যা মামলা শেষ হয়। এ দেশের সর্বোচ্চ আদালত রায় দেয়। এছাড়া আনিসুল হক দুর্নীতি দমন কমিশনের চিফ কাউন্সেল ও স্পেশাল প্রসিকিউটর ছিলেন। আনিসুল হক ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত পিলখানা হত্যা মামলার প্রধান প্রসিকিউটরও ছিলেন। তার নেতৃত্বে এই মামলাটিও সফলভাবে সম্পন্ন হয়। উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, গণপরিষদ ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট সিরাজুল হকের বড় ছেলে আনিসুল হক।
১২ জানুয়ারি ২০২৪, ০১:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়