• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
আইপিএলে ১৪ বছর পর অধিনায়ক পরিবর্তন চেন্নাইয়ের
আইপিএলের ১৬ বছরের ইতিহাসে সব থেকে সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। যৌথভাবে সর্বোচ্চ পাঁচটি শিরোপা ঘরে তুলেছে তারা। এই সফলতার মূল নায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৭তম আসরে চেন্নাইকে নেতৃত্ব দিবেন তরুণ ব্যাটার ‍ঋতুরাজ গায়কোয়াড়। বৃহস্পতিবার (২১ মার্চ) গায়কোয়াড়কে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি নয় বরং চমকপ্রদ এই সিদ্ধান্ত এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে। এরপর এক বিবৃতিতে এই বিষয়টি পরিষ্কার করেছে চেন্নাই। বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ আইপিএলের শুরুতে এমএস ধোনি সিএসকের নেতৃত্ব ঋতুরাজ গায়কোয়াড়ের কাছে হস্তান্তর করেছেন। ২০১৯ সাল থেকে ঋতুরাজ চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য, এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৫২ ম্যাচ খেলেছেন তিনি। নতুন মৌসুমেও ভালো কিছুর প্রত্যাশা করছে চেন্নাই। এর আগে গত ৪ মার্চ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন ধোনি। যেখানে তিনি লিখেছিলেন, আসন্ন নতুন মৌসুম এবং ‘ভূমিকা’র (রোল) জন্য আর অপেক্ষা করতে পারছি না। অবশেষে সেই পোস্টের দুই সপ্তাহ পর এসে নেপথ্য ঘটনা জানা গেল। সব মিলিয়ে ১৪ বছর পর অধিনায়ক পরিবর্তন করলো চেন্নাই। আগামীকাল (শুক্রবার) থেকে আইপিএলের সপ্তদশ আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচেই গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মোকাবিলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। আইপিএলে অধিনায়কদের ফটোসেশনের চেন্নাইয়ের প্রতিনিধি হিসেবেও ছিলেন গায়কোয়াড়। সবশেষ আসর দিয়ে চেন্নাই ধোনির নেতৃত্বে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে। সমান সংখ্যক বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সও। সব প্রতিযোগিতা মিলিয়ে চেন্নাই ২৪৯ ম্যাচের মধ্যে ধোনির নেতৃত্বে খেলেছে ২৩৫ ম্যাচ। ২০১৬ ও ২০১৭ আসরে চেন্নাই নিষিদ্ধ থাকায়, ১৪ ম্যাচ রাইজিং পুনে সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করেন তিনি। সবমিলিয়ে আইপিএলের কোনো ফ্র‌্যাঞ্চাইজিকে সর্বাধিক ২২৬ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও এই উইকেটরক্ষক ব্যাটারের দখলে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা।
২১ মার্চ ২০২৪, ২০:২৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সাবেক লঙ্কান অধিনায়ক
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। বর্তমানে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীলঙ্কার উত্তর-মধ্য শহর অনুরাধাপুরে এ দুর্ঘটনা ঘটে। সকালে প্রাইভেটকারে করে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন থিরিমান্নে। বিপরীত পাশ থেকে হঠাৎই একটি ট্রাক এসে ধাক্কা মারলে মুহূর্তেই চুরমার হয়ে পড়ে তার গাড়ি। এরপর ৩৪ বছর বয়সী থিরিমান্নেকে দ্রুতই অনুরাধাপুরা টিচিং হাসপাতালে নেওয়া হয়। তার সঙ্গে গাড়িতে থাকা আরও একজন ব্যক্তিও একই হাসপাতালে ভর্তি আছেন। গত বছর অবসরের ঘোষণা দেন থিরিমান্নে। তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালে। শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। এ ছাড়াও পাঁচটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন দেশকে। শ্রীলঙ্কার ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। আরও দুটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তার।
১৪ মার্চ ২০২৪, ১৭:১৪

অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লন্ডনে পাড়ি জমান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সেখান থেকে ফেরার পরই ব্যাট হাতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে চট্টগ্রামের এই ক্রিকেটারকে। আগামী সোমবার (১১ মার্চ) থেকে অনুষ্ঠেয় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য প্রস্তুত হচ্ছেন বাঁহাতি এই ওপেনার। রোববার (১০ মার্চ) সকালে মাসকো সাকিব একাডেমিতে ব্যাটিং অনুশীলন করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বর্তমানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলার জন্য তৈরি হচ্ছেন তিনি। ডিপিএলের এবারের আসরে দলটিকে নেতৃত্ব দেবেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরে বেশ আলোচনায় আছেন দেশসেরা এই ওপেনার। তবে জয়ীর বেশেই প্রত্যাবর্তনের গল্প সাজিয়েছেন চট্টলা এক্সপ্রেস। বিপিএলের আগে সবশেষ গেল বছরের ২৩ সেপ্টেম্বর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন তামিম। রহস্যময় ইনজুরি ও নানান নাটকীয়তা শেষে বিপিএল দিয়ে ২২ গজে ফেরেন এই ওপেনার। তার নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলকে শিরোপা উল্লাসে মাতানোর আসরে ব্যাট হাতেও দ্যুতি ছড়িয়েছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান করে জিতেছেন টুর্নামেন্টসেরার খেতাব। এদিকে এতো কিছুর মাঝেও আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরা নিয়ে নানান জল্পনা-কল্পনা রয়েছে। যা দেশের ক্রিকেটে ভিন্ন রকমের এক হট টপিক। তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় খুদ বিসিবিও। তামিমের সঙ্গে এখনও আলোচনার অপেক্ষায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে কোনো কিছুতেই মিলছে না তামিম ধাঁধাঁর উত্তর। তবে সবকিছু একপাশে রেখে আপাতত প্রাইম ব্যাংকের ঢেরায় ব্যস্ত তামিম। মাসকো সাকিব একাডেমিতে সেরেছেন নিজের অনুশীলনও। এর মধ্য দিয়ে আরও একবার লিস্ট ‘এ’ ক্রিকেটে নামছেন তিনি।  এই ফরম্যাটে এখন পর্যন্ত ৩০০ ম্যাচ খেলেন এই ওপেনার। ২২ শতক আর ৬৬ হাফ-সেঞ্চুরিতে প্রথম শ্রেণির এই ক্রিকেটে ১০ হাজার ৮২৯ রান করেছেন তিনি। আগামী ১১ মার্চ ফতুল্লায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে তার দল।
১০ মার্চ ২০২৪, ১৯:০৫

শ্রীলঙ্কার টাইমড-আউট সেলিব্রেশন, যা বললেন বাংলাদেশের অধিনায়ক
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই মানেই যেন ভিন্ন উত্তাপ! শুরুটা সেই নিদহাস ট্রফির নাগিন ডান্স থেকে। ওয়ানডে বিশ্বকাপে তাতে যোগ হয়েছে নতুন উপাদান। এই দ্বৈরথে এখন নতুন উপাদান অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড–আউট। শনিবার (৯ মার্চ) সিলেটে টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে আরও একবার সেই উত্তাপ ছড়াল। এই ম্যাচে তাওহীদ হৃদয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর ট্রফি নিয়ে পুরো সদলবলে টাইমড-আউট উদযাপন করেছে তারা। এর আগে, বিশ্বকাপে সাকিব আল হাসানকে আউট করে টাইমড-আউট উদযাপন করেছিলেন ম্যাথিউস। এবার সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে সেলিব্রেশন করল পুরো দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয়। বেশ সাবলীল ভাষায় জবাব দিয়েছেন টপ-অর্ডার এই ব্যাটার।  শান্তর ভাষ্য, আগ্রাসীভাবে হ্যান্ডেল করার কিছু নাই। ওরা ওই টাইমড-আউট নিয়েই তো দেখাইসে? আমার মনে হয় ওরা এখনও (সেই আউটের চিন্তা) বের হইতে পারে নাই। আমার মনে হয় বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমরা খেলার নিয়মের বাইরে কিছু করি নাই। একটু বেশিই মাতামাতি করছে তো করুক; এটা নিয়ে আমরা চিন্তিত না।   টাইগার দলপতি যোগ করেন, আসলে সবসময় কিন্তু এরকম হয় না। এক ওভারে ৩ উইকেট পড়েছে তার আগের ওভারে ১ উইকেট পড়েছে। এত উইকেট সাধারণত পড়ে না। আজকে আমরা একটু বেশি উইকেট দিয়ে বলেছি। আপনি যা বুঝাতে চাচ্ছেন তেমন না হয়ত। ব্যাটাররা প্রস্তুতি নিয়েই আসে। অই এক ওভারে আসলে প্ল্যান করারও কোনো সুযোগ ছিল। টানা ৩ বলে ৩ উইকেট। আমার মনে হয় ভবিষ্যতে এমন কিছু হবে না।
০৯ মার্চ ২০২৪, ২১:৩১

মাহমুদউল্লাহ ও জাকেরকে নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের কাছে হেরেছে বাংলাদেশ। এই টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হলে দলকে শেষ টেনেছে দুই মিডিল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। দুজনের ব্যাট থেকেই আসে ১২২ রান। তাই ম্যাচ শেষে এই দুই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সোমবার (৪ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ২০৩ রান তুলতে পারে শান্ত-লিটনরা। এতে ৩ রানের জয় পায় লঙ্কানরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন অভিষিক্ত জাকের আলি অনিক। ব্যাট হাতে বুড়ো হাড়ের জোর দেখিয়েছেন দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদও। ৩১ বলে অর্ধ-শতক হাঁকিয়ে ৫৪ রান করে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।  ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, এটা খুব ভালো একটা ম্যাচ ছিল। খেলোয়াড়রা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। দলে এসেই নিজের সামর্থ্য দেখিয়েছে জাকের। আমরা শুরুতে বোলিংয়ে ভালো করলেও পরবর্তীতে আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তবে জাকেরের সঙ্গে রিয়াদের ইনিংসটিও ছিল বিস্ময়কর। আশা করি পরের ম্যাচেও তারা অবদান রাখবে। সদ্য সমাপ্ত বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে টেল-এন্ডারে নেমে মারকুটে ব্যাটিংয়ের কীর্তি দেখিয়েছেন জাকের। অভিজ্ঞ মাহমুদউল্লাহও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন প্রায় ১৭ মাস পর। জাতীয় দলের অন্য ফরম্যাটে ধারাবাহিক এই ব্যাটসম্যান বিপিএলেও বেশ কয়েকটি কার্যকরী ইনিংস খেলেছেন ফরচুন বরিশালের হয়ে। 
০৪ মার্চ ২০২৪, ২৩:২২

জাতীয় দলে ফিরতে অধিনায়ক শান্তর সমর্থন চান সাইফউদ্দিন
সাকিব আল হাসান সরিয়ে শান্তকে জাতীয় দলের তিন ফরম্যাটে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে নাজমুল হাসান শান্ত অধ্যায়। তাই জাতীয় দলে ফিরতে টাইগার অধিনায়কের সমর্থন আশা করেছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। ইনজুরির কারণে দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে রয়েছে সাইফউদ্দিন। ইনজুরি ভালোভাবে না সেরে ওঠাই চলমান বিপিএলের ঢাকা ও সিলেট পর্বে খেলতে পারেননি তিনি। তবে মাঝপথে ফিরেছেন  ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৪ রান দিয়ে ১ উইকেট পান তিনি। ওই ম্যাচে ২ চার ও সমান ছক্কায় ১৮ বলে ৩০ রান করেন সাইফউদ্দিন।   পরের ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বল হাতে নেন তিন উইকেট। সবশেষ ম্যাচে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নেন। এর আগে ব্যাট হাতে ৬ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।  তবে শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা হয়নি তার। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ফরচুন বরিশালের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফউদ্দিন। সেখানে তিনি বলেন, গতকালকে ফোনে ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি অনেক খুশি কারণ, সেই বাল্যকাল থেকে বয়সভিত্তিকে খেলে আসছি, দীর্ঘদিন আবাহনীর হয়ে খেলছি। আমাকে ও ভালো বুঝবে। ওর সামনে আমি অনেকগুলো সেরা ইনিংস সেটা ব্যাটিং হোক, বোলিং হোক করে দেখিয়েছি। আমার বিশ্বাস ও আমাকে সমর্থন দেবে দলে ফেরার ক্ষেত্রে।  শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও জতীয় দলে ফেরা নিয়ে সাইফউদ্দিন বলেন, কিছুদিন আগে আমি ইনজুরি থেকে উঠে এসেছি তাই হয়ত শ্রীলঙ্কা সিরিজে পরিকল্পনায় রাখেনি। আমি আশাবাদী যদি আরও ভালো খেলি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ মিস হয়েছে, সামনে বিশ্বকাপের আগে যে সিরিজ থাকবে সেখানে হয়ত বিবেচনা করবে। সেই লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করার চেষ্টা করব, নির্বাচকদের নজরে আসার চেষ্টা করবো।  ‘সত্যি বলতে আমার তো আর হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু ছিল। ইনশাআল্লাহ আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করতেছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেমন নিজের সেরাটা দিয়ে সামনে এগিয়ে যেতে চায় আমিও ওই চিন্তা ভাবনা নিয়েই মাঠে নেমেছি। যদিও আমি আমার সেরাটা দিতে পেরেছি কি না জানি না। তবে চেষ্টা করছি আরও ভালো করতে নিজের সেরাটা দিয়ে দলকে সামনে নিয়ে যেতে। ’ সবশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে সাইফউদ্দিন। এরপর থেকেই দলের বাইরে রয়েছেন তিনি।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৭

‘বাংলাদেশের অধিনায়ক এখন লর্ড শান্ত’
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দীর্ঘদিন ফর্মহীনতায় ভুগেছেন নাজমুল হোসেন শান্ত। যার কারণে ব্যাপক ট্রলের শিকার হতে হয়েছে এই বাঁহাতি ব্যাটারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লর্ড’ উপাধিও পেয়েছিলেন শান্ত। এই টাইগার ক্রিকেটারই এখন তিন ফরম্যাটের অধিনায়ক।  সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির বোর্ড সভা শেষে শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করেন নাজমুল হাসান শান্ত। এরপরই শান্তকে ট্রল করা নিয়ে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রলকে ইঙ্গিত করে দুর্দান্ত ঢাকার কোচ বলেন, আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়া দেখে সিলেক্টর তৈরি করি, সিলেক্টর-প্লেয়ারদের গালি দেই! আজকে লর্ড শান্ত টিম বাংলাদেশের ক্যাপ্টেন। কয়েকদিন আগেই শান্ত লর্ড ছিল। এসব কথা সোশ্যাল মিডিয়া থেকেই ছড়ায়। শান্ত ও প্রধান নির্বাচককে তিনি বলেন, আপনাদের দায়িত্বও খুব জরুরী। সমালোচনা থাকবেই। শান্ত ভালো খেলবে না, সমালোচনা হবে। লিপু ভাই ভালো কাজ করবে না, সমালোচনা হবে। কিন্তু ভালো কাজের পুরষ্কারের কথাও বলতে হবে।  কারণ নান্নু ভাই-সুমনরা যখন ছিল তখনও বাংলাদেশ অনেক সাফল্য পেয়েছে। এটাতে কিন্তু উনাদেরও যে অবদান ছিল সেটা ভুলে গেলে চলবে না আমাদের। বাংলাদেশে তিন ফরম্যাটের অধিনায়ককে নিয়ে তিনি আরও বলেন, শান্ত তিন ফরম্যাটেই খেলছে। তাই এটা আমার জন্য সারপ্রাইজিং ছিল না। সাকিব না করলে শান্তই বেস্ট চয়েজ। আমি সবসময় বলি, শান্ত মাঠের ছেলে।  ‘আমরা ওকে হয়তো দুই ফরম্যাটের অধিনায়ক দিতে পারতাম। লাল বলে একজন, সাদা বলে আরেকজন। তবে শান্ত যেহেতু তিন ফরম্যাট খেলছে, ওর মধ্যে নেতৃত্বগুণও আছে। আমি শান্তকে শুভকামনা জানাই। ওকে এই বছরটা পুরোটা দিয়েছে, আমি দোয়া করি ও যেন ওর পারফরম্যান্স দিয়ে লম্বা সময় অধিনায়ক থাকে।’
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৪

অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপ / 'টসে শিরোপা' জানতেন না বাংলাদেশের অধিনায়ক
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনালে লড়াই করে ম্যাচ সমতায় ফেরায় বাংলাদেশ। তবে ১১ জনের টাইবেকার শটের পরও ম্যাচের ফলাফল না আশায়, ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় কয়েন টসের ম্যাধ্যমে। রেফারিকে ডেকে টস করতে বলেন ম্যাচ কমিশনার। দুই দলের অধিনায়ককে টসে ডাকেন রেফারি। তবে টসে শিরোপার বিষয়টি জানতেন না বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার।এই প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করেছিলাম পুনরায় শট হবে এজন্য টস। এই অধিনায়ক আরও বলেন, আমাদেরকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। আমি টসের জন্য গিয়েছিলাম শুধু। তারপরও যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে আফঈদা খুশি। তিনি বলেন, ম্যাচ শেষ হয়েছে। যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছি। এতে খুশি। আমরা তো ম্যাচের কোনও সময় হারিনি। তাই আমাদের খুশি কম নয়। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এ প্রসঙ্গে বলেন, টুর্নামেন্টের বাইলজে নেই এ রকম টস৷ ফলে আমরা টস মানব কেন? তাছাড়া  শিরোপা নির্ধারণী টস নিয়ে জানতামও না। তিনি আরও বলেন, টসের মাধ্যমে শিরোপা জয় কখনোই ছিল না। ম্যানেজার মিটিংয়ে টুর্নামেন্টের বাইলজ (নিয়ম) ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে এসব কোনো আলোচনা হয়নি, সব দল টুর্নামেন্টের নিয়ম মেনে খেলতে এসেছি।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০

দুর্জয়ের চব্বিশ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক
বাংলাদেশের হয়ে ২০০০ সালে টেস্টে অভিষেক করেছিলেন নাঈমুর রহমান দুর্জয়। সেই ম্যাচে দলের অধিনায়কও ছিলেন তিনি। ভারতের বিপক্ষে সেই টেস্টে ১৩২ রান খরচ করে ৬ উইকেট শিকার করেছিলেন দুর্জয়। যা অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে এখনও সেরা বোলিং ফিগার ছিল। এবার ১১৯ রানে ৬ উইকেট নিয়ে দুর্জয়ের রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার নেইল ব্র্যান্ড। সোমবার (৫ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি। অবশ্য তার দলের অবস্থা ভীষণই বেহাল। নিউজিল্যান্ডকে ৫১১ রানে অলআউট করতে ব্র্যান্ড ১১৯ রানে পান ৬ উইকেট। এমনিতে তিনি নিয়মিত স্পিনার নন। প্রথম শ্রেণিতেও তার ৫ উইকেট নেই। ফ্র্যাঞ্চাইজি আসর এসএ টি-টোয়েন্টি লিগের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এক ঝাঁক আনকোরা খেলোয়াড় পাঠিয়ে সমালোচিত হয় দক্ষিণ আফ্রিকা। এরপরই ব্র্যান্ডকে করা হয় অধিনায়ক, যার নিজেরই টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা ছিল না। তবে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে দুর্জয় ও ব্র্যান্ড ছাড়া অধিনায়ক হিসেবে অভিষেকে ৬ উইকেট নেই আর কারো। দুর্জয় লোয়ার অর্ডার ব্যাটার হলেও ব্র্যান্ড একদম ওপেনার। টুকটাক বোলিং করার অভিজ্ঞতা থেকে টেস্টে বল হাতে নিয়ে গড়ে ফেললেন ইতিহাস। এই ম্যাচে নেইল ছাড়া আরও পাঁচ ক্রিকেটারের অভিষেক হয়েছে এই ম্যাচে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে খাবি খাচ্ছে দক্ষিণ আফ্রিকা। কেইন উইলিয়ামসনের সেঞ্চুরি ও রাচিন রবিন্দ্রের ২৪০ রানে ভর করে রানের পাহাড়ে যাওয়া স্বাগতিকদের জবাব দিতে পারছে না তারা। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৭৪ রানেই ৪ উইকেট পড়ে যায় তাদের। বোলিং হিরো ব্র্যান্ড ব্যাট হাতে করেন ৪ রান।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৮

অধিনায়ক কে, জানাল খুলনা টাইগার্স
আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সময়ের হিসেবে আর মাত্র দুইদিন বাকি। এবার শেষ মুহূর্তে এসে অধিনায়কের নাম ঘোষণা করলো খুলনা টাইগার্স। বিপিএলের এবারের আসরে খুলনার নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আরও পড়ুন : অধিনায়কের নাম জানাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স   এবার শক্তিশালী দলই গড়েছে খুলনা টাইগার্স। দলটিতে আছেন একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। কাপ্তান বিজয়ের পাশাপাশি মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনের মতো পরীক্ষিত ক্রিকেটাররা স্কোয়াডে আছেন।  পেস বিভাগের নেতৃত্ব দেবেন রুবেল হোসেন। এ ছাড়া বিদেশিদের মধ্যে আছেন এভিন লুইস, ফাহিম আশরাফ, দাসুন শানাকা, শাই হোপ ও মোহাম্মদ ওয়াসিম। আকবর আলী, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহানরাও আছেন।  অন্যদিকে শেষ মুহূর্তে এসে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে ভিড়িয়েছে খুলনা। এবারের আসরের শুরু থেকেই দ্য গ্রিন ম্যানদের এই তারকাকে পেতে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়ানো আরিফ আহমেদকেও দলে টেনেছে তারা। আরও পড়ুন : বসুন্ধরায় খেলার পরিকল্পনা বিসিবির   দলটির পেস বোলিং আক্রমণে মূল শক্তি দুই পাকিস্তানি তরুণ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফ, সঙ্গে আছেন শ্রীলঙ্কান কাসুন রাজিথা। তাদের সঙ্গে বোলিংয়ে দারুণ কার্যকর হতে পারেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাহিদুল ইসলাম। এ ছাড়া স্পিন বিভাগে আলো ছড়াতে পারেন নাসুম আহমেদ। গেল আসর খুব একটা ভালো কাটেনি খুলনার। ১২ ম্যাচে মাত্র ৩ জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে আসর শেষ করেছিল তারা। তবে তরুণ কোচ তালহা যুবায়েরের অধীনে ভালোই খেলবে খুলনা, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। খুলনার সেরা সাফল্য ২০২০ সালে ফাইনালে খেলা।
১৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়