• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
রণবীর-দীপিকার ঘরে আসছে নতুন অতিথি
বলিউডের তারকা জুটি রণবীর-দীপিকা। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরেই বাবা-মা হতে যাচ্ছেন তারা। আর এ খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। সবার মুখে একই কথা, অনাগত সন্তান ছেলে হবে নাকি মেয়ে? অবশ্য এর জবাবও দিয়েছেন রণবীর। তিনি বলেছেন, ‘ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই খুশি।’ যদিও এর আগে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, সংসারে দীপিকার মতো একটি কন্যাসন্তান চান তিনি। তবে ছেলেসন্তানের বাবা হলে নাম রাখার ইচ্ছা রয়েছে শৌর্যবীর সিং। অনেকে অবশ্য বলছেন, দীপিকাকে দেখে বোঝার উপায় নেই তিনি অন্তঃসত্ত্বা। হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তারকা দম্পতি।
১৭ এপ্রিল ২০২৪, ১৭:৩৪

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাইডেন-জয়া দম্পতির ঘরে নতুন ৩ অতিথি
চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে তিনটি শাবক জন্ম নিয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাঁচার ভেতরে শাবক তিনটির জন্ম হয়। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এখনও তাদের লিঙ্গ নির্ধারণ করা যায়নি। নতুন জন্ম নেওয়া বাঘ শাবকের লিঙ্গ নিশ্চিত হতে এক সপ্তাহ সময় লাগতে পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও জানায়, শাবক তিনটির মা বাঘিনী জয়ার জন্ম ২০১৮ সালের জুলাইয়ে এবং তাদের বাবা বাঘ জো বাইডেনের জন্ম ২০২০ সালের ২৮ ডিসেম্বরে। জো বাইডেন জন্মের পরপরই তার মা হতে পরিত্যক্ত হয়। এরপর তাকে চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনায় লালনপালন করা হয়। এক বছর লালনপালন করার পর বিশেষ প্রক্রিয়ায় খাঁচায় অন্য বাঘ পরিবারের সঙ্গে সোশালাইজেশনের মাধ্যমে সদস্য হিসেবে রি-ইন্ট্রোডাকশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রথমবারের মতো সে নিজের পরিবার তৈরি করল। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে সই করায় আমেরিকার প্রেসিডেন্টের সম্মানার্থে বাঘটির নাম রাখা হয়েছিল জো বাইডেন জানিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, মানুষের হাতে লালনপালন হয়ে পুনরায় বাঘ পরিবারের সঙ্গে একত্রীকরণের মাধ্যমে বংশবিস্তার করার চক্র একটি বিরল ঘটনা। যার পুরো কৃতিত্ব বাঘ জো বাইডেনের। 
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩১

অতিথি পরিচয়ে বাসায় ঢুকে গল্প, অচেতন করে স্বর্ণালংকার লুট
ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়ায় ভাতিজির বান্ধবী পরিচয় দিয়ে বাসায় ঢুকে সবাইকে অচেতন করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়া পাড়ার হাসান সিকদারের মেয়ে তানিয়া আক্তার সাদিয়া (৩২), পিরোজপুর জেলার নতুন বাজার গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাপ্পি হাসান নাহিদ (২৬) এবং ঢাকার আদাবর আলিফ হাউজিংয়ের মৃত সেলিম মিয়ার ছেলে জাকির হোসেন (৪৫)। এ সময় চক্রের কাছ থেকে এক ভরি সোনা উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার (২৮ জানুয়ারি) পৌরসভার পশ্চিম ডাক্তারপাড়া রফিক ম্যানশনের তৃতীয় তলায় ব্যবসায়ী রফিকুল ইসলামের বাসার গৃহপরিচারিকা বাসা পরিষ্কার করছিলেন। তখন দরজা খোলা পেয়ে কৌশলে তানিয়া আক্তার সাদিয়া নামে এক তরুণী বাসায় ঢুকে নিজেকে অতিথি হিসেবে পরিচয় দেন। পরে রফিকের স্ত্রীর সঙ্গে গল্পের ছলে স্বর্ণালংকারের কথা জিজ্ঞাসা করেন। একপর্যায়ে তাদের অচেতন করে আলমারি থেকে সাত ভরি আট আনা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। ওইদিন বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় একটি বাড়িতে চুরি করতে গেলে এ চক্রের তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, প্রতারক তানিয়া আক্তার সাদিয়া ঘরে আসার পর নিজেকে আমার আমেরিকা প্রবাসী ভাতিজি বর্ষার বান্ধবী পরিচয় দেয় এবং তারা একসঙ্গে আমেরিকায় থাকেন বলে জানায়। তখন আমার স্ত্রী তাকে বসতে বলে। দুপুরে খাবার খেতে বাসায় এসে আমার স্ত্রীকে কিছুটা অসুস্থ দেখি। এ ছাড়া বাসার জিনিসপত্র এলোমেলো, আলমারি ও গয়নার বাক্স খোলা অবস্থায় দেখতে পাই। পরে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে প্রতারককে শনাক্ত করি। ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩০ জানুয়ারি ২০২৪, ২১:২৬

অতিথি পাখির কলকাকলিতে মুখরিত আজরাইল দিঘি
অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে ফেনীর দাগনভূঞার আজরাঈল দিঘি। প্রতিবছর এ দিঘিতে শীতে আশ্রয় নেয় শত শত অতিথি পাখি। সরেজমিনে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুর গ্রামে গিয়ে জানা যায়, স্থানীয়ভাবে আজরাঈল দিঘি বলেই পরিচিত দিঘিটি পূর্বে হাজেরা খাঁ দিঘি নামেও পরিচিত ছিল। নীরব নিস্তব্ধ এই দিঘিটি এখন নানা জাতের অতিথি পাখির কিচিরমিচিরে মুখরিত।  স্থানীয়রা জানান, গত বছরের চেয়ে এবার বিপুল পরিমাণ পাখির আগমন ঘটেছে দিঘিটিতে। এসব পাখি দেখতে অনেক দর্শনার্থী ওই এলাকায় ভিড় করেন। অতিথি পাখির কিচিরমিচির শব্দে প্রতিদিন আশপাশের লোকজনের ঘুম ভাঙছে। উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দর্শনার্থী আবুল হাসান বলেন, প্রতিবছর এখানে বেশ কয়েকবার ঘুরতে আসি। বিশেষ করে শীতের সময়টা অনেক ভালো লাগে। অতিথি পাখিরা আসে, তাদের কিচিরমিচির শব্দ একটা সুরের পরিবেশ সৃষ্টি করে। পাখির আগমনে জায়গাটির সৌন্দর্য আরও ফুটে উঠেছে। স্থানীয় ইউপি সদস্য জহিরউদ্দিন বলেন, গত কয়েক বছর ধরে এসব পাখি এই দিঘিতে আসে। পাখিরা এখানে অনেক নিরাপদ। দিঘিটি পাখির একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে উঠেছে। এ দৃশ্য উপভোগ করতে প্রতিদিন শত শত মানুষ আসে এখানে।  দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা বলেন, এর সৌন্দর্য রক্ষা এবং উপভোগ করা সবারই দায়িত্ব। কারও বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 
৩০ জানুয়ারি ২০২৪, ১১:৪৯

বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথে থাকবেন ১৪০০ অতিথি
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে থাকবে ১৪০০ অতিথি। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।   তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কারা মন্ত্রী হবেন, সেই তালিকা এখনও আসেনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঐতিহ্যগতভাবে শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হয়ে থাকে, এবছরও বঙ্গভবনে হবে। মন্তিসভার শপথের সময় ১৩-১৪০০ অতিথিকে আমন্ত্রণ করা হয়। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের ফলাফল গেজেট প্রকাশ করা হয়েছে।   নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ২৯৮ আসনের ফলাফলের গেজেট পাস হয়েছে। ফলাফল যাচাই করা হয়েছে। সব কিছু ঠিক আছে। এরপরই আমরা গেজেট অনুমোদন করেছি। এর আগে, গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে আওয়ামী লীগ ২২২টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও একটি আসনে বিজয়ী হয়েছেন।  এ ছাড়া ৬২টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী।   এ ছাড়া নির্বাচন কমিশন ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করেছে। পাশাপাশি নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে আসনটিতে পরে নির্বাচন হবে।
০৯ জানুয়ারি ২০২৪, ২০:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়