• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেপ্তার অজয় দেবগন
বলিউড অভিনেতা অজয় দেবগন। নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। ‘ময়দান’, ‘সিংহম আগেন’ প্রভৃতি সিনেমাতে পরপর দেখা যাবে অভিনেতাকে। ইতোমধ্যে বক্স অফিসে ইতিবাচক ফলের দিকে এগোচ্ছে ‘শয়তান’। তবে জানেন কি, বলিউডের এই অ্যাকশন হিরোকে পড়তে হয়েছিল পুলিশের হাতে? প্রেপ্তারও হন অভিনেতা। কী এমন অপরাধ করেছিলেন অজয়? অভিনেতা একা নন, তার সঙ্গে প্রেপ্তার হয়েছিলেন বিন্দু দারা সিংহও। ঘটনাটি হোলির দিনের। সেই সময় জিপ গাড়িতে চেপে গোটা মুম্বাই ঘুরে বেড়াতেন অভিনেতা। দোলের দিন বেশ কিছু বন্ধুবান্ধবকে গাড়িতে বসিয়ে ঘুরতে বার হন। এই আবহেই অভিনেতা বন্ধুদের জোরাজুরিতে মদের দোকানের সামনে নামেন পানীয় কিনতে। সেই সময় বেশ কিছু পুলিশ পিছু নেন তাদের। পানীয় কিনে গাড়িতে ওঠার সময় অজয়ের পায়ের কাছে গোঁজা বন্দুক চোখে পড়ে পুলিশের। শুধু আগ্নেয়াস্ত্র নয়, অভিনেতার গাড়িতে ছিল হকি স্টিক এবং তলোয়ার। তাতেই প্রেপ্তার হতে হয় অভিনেতাকে। যদিও পরে অবশ্য পুলিশকে অভিনেতা জানান, ওই বন্দুক তার নয়, এবং আসলও নয়। সেটি ছিল তার বাবা বীরু দেবগনের সিনেমার ‘প্রপ্‌’। ঘটনাটি যে সময়কার। তখন কলেজে পড়ছেন অজয়। তার বাবা সেই সময় হিন্দি সিনেমা জগতের খ্যাতনামা অ্যাকশন পরিচালক। শেষে অজয়ের কথা সঠিক প্রমাণ হতেই পুলিশ ছেড়ে দেয় অজয় ও বিন্দুসহ তাদের গোটা দলকে।
১০ মার্চ ২০২৪, ১৭:০০

হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের প্রথিতযশা এই শাস্ত্রীয় সংগীতশিল্পী।  ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা যায়, বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অজয় চক্রবর্তী। এই গায়কের তিনটি আর্টারিতে ব্লকেজ পাওয়া গেছে। তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে বলে জানান চিকিৎসকরা। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।     অজয় চক্রবর্তীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে ও গায়িকা কৌশিকী চক্রবর্তী। তিনি বলেন, বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তবে আপাতত চিন্তার কোনো কারণ নেই। এমনিতে ঠিক আছেন বাবা। কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবেন অজয় চক্রবর্তী? এমন প্রশ্নের জবাবে কৌশিকী বলেন, সেটা এখনই বলতে পারছি না। চিকিৎসকরা ভালো বলতে পারবেন। তবে আবারও বলছি, কোনো ভুল খবর যেন না ছড়ানো হয়। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে এটাই আমাদের অনুরোধ। সংগীত ক্যারিয়ারে শতাধিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে অজয় চক্রবর্তীর। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জার্মানি থেকেই তার অধিকাংশই অ্যালবাম বের হয়েছে। এই রেকর্ডগুলোতে বিশুদ্ধ শাস্ত্রীয় সুরের সম্মিলন ঘটেছে। এ ছাড়া ঠুমরি, দাদরা, ভজন এবং শ্যামাসংগীতের ন্যায় আধ্যাত্মিক গানও অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম সংগীত কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয় অজয় চক্রবর্তীকে। এই গায়কের প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে অনেক সম্মাননা। এর মধ্যে রয়েছে— পদ্মশ্রী পুরস্কার (২০১১), দিল্লির সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার (২০০০), জাতীয় পুরস্কার কুমার গৌরব (১৯৯৩) প্রভৃতি।  সূত্র : নিউজ১৮
০৮ মার্চ ২০২৪, ১৪:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়