• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
দিনাজপুরের হিলি রেলস্টেশন এলাকা থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টায় হিলি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নীলসাগর ট্রেনের সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ক্রসিংয়ের সময় পঞ্চগড় ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশে খবর দেন।  হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, পঞ্চগড় এক্সপ্রেসে আসা মরদেহের দুই পা থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
১৮ এপ্রিল ২০২৪, ২১:৪২

রামগড়ে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি জেলার রামগড়ে গাছের সঙ্গে ঝুলন্ত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষিনগর এলাকায় পাহাড়ের খাদে একটি রাখাল গাছের সঙ্গে ঝুলন্ত এক ব্যক্তিকে দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়রা নাকাপা পুলিশ ক্যাম্পের মাধ্যমে রামগড় থানাকে অবহিত করে।  খবর পেয়ে রামগড় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাস। তিনি বলেন, নাম-পরিচয় শনাক্ত করতে না পারায় এ বিষয়ে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।
১৪ এপ্রিল ২০২৪, ১৩:১৩

অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিকআপচালক নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোস্তফা (২৮) নামে পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন। ওই ঘটনায় পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা (২৮) ভোলা জেলার শশীভূষণ থানার রসুলপুর গ্রামের রহম আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপভ্যানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনে থাকা একটি অজ্ঞাত গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মোস্তফা গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন।
০২ এপ্রিল ২০২৪, ১১:৪৮

নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন। এর আগে শুক্রবার (২৯ মার্চ) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই যুবক মোটরসাইকেলযোগে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।  এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়েই অজ্ঞাত ওই যানবাহন পালিয়ে যায়। তাই এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিহতের স্বজনদের জানানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
২৯ মার্চ ২০২৪, ১৭:২২

ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত (৪০) যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।  বুধবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার খাগডহর কল্যানপুর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের হাটুজল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এই খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।   তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে কেন বা কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। ওসি আরও বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় জেনে বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। 
২৭ মার্চ ২০২৪, ২২:৩০

আখাউড়া রেলস্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আখাউড়া রেলস্টেশনের টিকেট কাউন্টারের সামনে থেকে ওই বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মো. নফিল। আখাউড়া রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মো. নফিল বলেন, সকালে রেলস্টেশনের টিকেট কাউন্টারের সামনে এক বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে মৃত ব্যক্তিকে ভিক্ষুক বলে ধারণা করছেন স্থানীয়রা।
১৯ মার্চ ২০২৪, ১৬:০১

গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শহরের ব্যাংকপাড়া এলাকার চাঁদমারী রোডের মহিদুল ইসলামের বাড়ির উঠান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।  এখন পযর্ন্ত ওই অজ্ঞাত নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, দুপুরের দিকে মহিদুল ইসলামের বাড়ির টিনের চালে হঠাৎ করে বিকট শব্দ হয়। এ সময় বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।  ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বাড়ির মালিক মহিদুল ইসলাম মহিদ বলেন, আমি নামাজ পড়ার জন্য অজু করছিলাম। এ সময় আমার বাসার একটি টিনের ঘরের ওপর শব্দ হয়। এ সময় আমিসহ আমার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে মৃত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। 
১৫ মার্চ ২০২৪, ১৬:৩৬

ক্যালিফোর্নিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলি, নিহত ৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিং সিটিতে একটি আবাসিক ভবনের সামনের খোলা চত্বরে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর এবিসি নিউজের। স্থানীয় সময় রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ওই পার্টি চলাকালে হঠাৎই গাড়িতে করে মাস্ক পড়া অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।  তারা পার্টির লোকজন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ মারা যান। গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। গুলিবিদ্ধ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কিং সিটি পুলিশ। তারা জানিয়েছে, পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
০৪ মার্চ ২০২৪, ১৫:৪৬

চাক্তাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের চাক্তাই খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  শনিবার খালে ভাসমান অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।  যুবকের আনুমানিক বয়স ২২ বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। কীভাবে যুবকের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, মরদেহের পরনে কালো ফুল প্যান্ট, কোমরে বেল্ট, গায়ে ফুল হাতা শার্ট ও ভেতরে নীল রঙের গেঞ্জি, মাথায় লম্বা চুল রয়েছে। গায়ের রং শ্যামলা, শরীর ছিল কাদামাখা। এ ছাড়া নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং হাত, পা, মুখে পচন ধরেছে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে শহরের ডাকবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান,  রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। যে ব্যক্তি মারা গেছেন, তিনি এই এলাকার না। তাই তাকে কেউ চিনতে পারছেন না। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। তিনি জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়