• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড’ পেলেন তিন গুণীজন

চট্টগ্রাম প্রতিনিধি

  ১০ নভেম্বর ২০১৮, ২২:০০

বিশ্ব বিজ্ঞান দিবসে বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, পোর্ট সিটি ইউনিভার্সিটির ডিন প্রফেসর ডক্টর মফজল আহমেদ ও সাংবাদিক আবু তাহের মুহাম্মদ।

বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সায়েন্স ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তিমনস্ক জাতি গঠনের কোনও বিকল্প নেই। আগামীর কাণ্ডারি শিশু-কিশোরদের বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে।’

চিটাগাং সায়েন্স ফাউন্ডেশন (সিএসএফ) এর প্রেসিডেন্ট কল্যাণ চক্রবর্তীর সঞ্চালনায় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ডক্টর মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাউথ আফ্রিকার অনারারি কনসাল সোলায়মান আলম শেঠ।

উল্লেখ্য, জাতিসংঘের ইউনেস্কো ‘শান্তি ও উন্নয়ন স্লোগানে’ প্রতিবছর ১০ নভেম্বর ওয়ার্ল্ড সায়েন্স ডে পালন করে থাকে।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • বিজ্ঞান এর পাঠক প্রিয়
X
Fresh