• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

একজন মানুষের মগজের এক অংশ বাতাসে ভর্তি!

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ মার্চ ২০১৮, ১৭:০৮

ডাক্তাররা এক রোগীর মাথায় সিটি স্ক্যান করে মগজের একটি অংশে বাতাসের একটা গহ্বর দেখতে পেয়েছেন। বিরল এই ঘটনাটিই ঘটেছে আয়ারল্যান্ডের বেলফাস্টে। খবর সিএনএন।

উত্তর আয়ারল্যান্ডের ৮৪ বছর বয়স্ক এ বৃদ্ধ কিছুদিন ধরেই বাম হাত এবং পায়ের নিয়ন্ত্রণ পাচ্ছিলেন না। কিছুটা স্ট্রোক এর মতো অনুভব করছিলেন তিনি। রোগীটির চিকিৎসক ডা. ফিনলে ব্রাউন বলেন, ‘আমার রোগী হাত ও পায়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর আমি প্রথমে ভেবেছিলাম তার কোনো ধরনে স্ট্রোক হয়েছে কিনা।’

ডাক্তার তার শরীরে স্ট্রোকের কোনো চিহ্ন খুঁজে পাননি। তার চোখেও কোনো সমস্যা হয়নি, তার মুখের কোনো অংশও বেঁকে যায়নি।

পরে এই চিকিৎসক সিটি স্ক্যান করে দেখতে পান যে, রোগীর মাথার খুলির ডানপাশের মগজের ফ্রন্টাল লোবে সাড়ে তিন ইঞ্চি বাতাসের একটি গহ্বরের মতো আছে। মগজের ওই অংশটি পুরোটাই বাতাসে ভর্তি অর্থাৎ ফাঁকা। ডাক্তাররা জানিয়েছেন, ফাঁকা অংশটি দেখতে অনেকটা কোকাকোলার বোতল উল্টালে যেমন দেখায় তেমন।