• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শোনা গেলো মঙ্গলের আওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০
nasa releases first audio from mars perseverance rover video of landing
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) যান পারসিভিয়ারেন্স মঙ্গল গ্রহ থেকে প্রথম অডিও পাঠিয়েছে। একই সঙ্গে রোভারটি অবতরণের প্রথম ভিডিও প্রকাশ করেছে। সোমবার তিন মিনিটের বিরল এই ভিডিও সম্প্রচার করা হয়।

রোভারে থাকা একটি মাইক্রোফোন দিয়ে প্রথম অডিও ক্লিপটি গ্রহণ করা হয়েছে। সেখানে কয়েক সেকেন্ডের জন্য মঙ্গলের বাতাস এবং রোভার অপারেটিংয়ের শব্দ ধারণ করা হয়।

মঙ্গল থেকে পাঠানো ভিডিওটিতে কোনও প্রতিকূলতা ছাড়াই গ্রহটিতে অবতরণ করার ও সবচেয়ে কাছাকাছি যাবার দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানী টমাস জুরবুচেন।

তিনি বলেন, তরুণদের অবশ্যই এটি দেখা উচিত। যারা অন্য বিশ্বকে ঘুরে দেখতে, মহাকাশযান তৈরি করতে এবং আমাদের ভবিষ্যতে সব সাহসী লক্ষ্য অর্জনে বিভিন্ন দলের অংশ হতে চান।

এর আগের মহাকাশযানগুলো ‘জিআইএফ’ আকারে ভিডিও পাঠিয়েছিল। কয়েকটি স্থির ছবি সংযুক্ত করে সেগুলো তৈরি করা হয়ছিল। কিন্তু এবার রোভারে ভিডিও ধারণ ক্ষমতাসহ ২৩ ক্যামেরা রয়েছে। যেগুলোর জুমিং এবং রঙিন ছবি ধারণ ক্ষমতাও রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহে অবতরণ করে রোভার এবং এর সংযুক্ত হেলিকপ্টার ইনজিনিটি।

মন্তব্য করুন

daraz
  • বিজ্ঞান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট
মিউজিক ভিডিওতে তোরসা
প্লাস্টিক সার্জারি করে বিপাকে এষা
রণবীরের ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
X
Fresh