• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাঁদে রয়েছে অনেক পানি

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২০, ১৭:২৪
moon, sun,
চাঁদ

চাঁদের মাটিতে পানির সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। সোমবার ন্যাচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত দুটি গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, যতটুকু আশা করা হয়েছিলো তার থেকে অন্তত ২০ শতাংশ বেশি পানির সন্ধান পাওয়া গেছে । বর্তমানে সেই পানি কিভাবে নভোচারীরা কাজে লাগানো যেতে পারে সেটা নিয়ে চলছে গবেষণা ।

চাঁদের মাটিতে প্রতি এক ঘন মিটারে পানির পরিমাণ প্রায় ১২ আউন্স। আগে ধারণা করা হয়েছিল, চাঁদে পানি থাকলেও তা রয়েছে অতি সামান্য পরিমাণে। তবে এবারের জার্নালে বলা হয়েছে সূর্যের দিকে মুখ করে থাকা চাঁদের পৃষ্ঠেও যথেষ্ট পানি রয়েছে। যা আগের ধারনার চেয়ে অন্তত ২০ ভাগ বেশি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্ট্র্যাটোসফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি (সোফিয়া)-এর টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর মত পানি চন্দ্রপৃষ্ঠে কোথাও সঞ্চিত থাকে না। তবে নাসার পরিচালক জিম ব্রাইডেনস্টাইন বলেন, এই পানি কিভাবে ব্যবহার করা যাবে বা করতে পারবো সেটা আমরা এখনও জানি না। তবে এটা নিয়ে চলছে গবেষণা।

এসএম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিজ্ঞান এর পাঠক প্রিয়
X
Fresh