• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আপন জুয়েলার্স বন্ধ করা হলে সারা বাংলাদেশের জুয়েলার্স বন্ধ করতে হবে

অনলাইন ডেস্ক
  ১৭ মে ২০১৭, ১৮:৫৭

অতিরিক্ত স্বর্ণ সম্পর্কে কোনো ব্যবসায়িক বৈধ কাগজ দেখাতে পারেননি আপন জুয়েলার্সের মালিকরা। তাই আসছে ২৩ মে আপন জুয়েলার্সের সব মালিককে ফের জিজ্ঞাসাবাদ করবে শুল্ক গোয়েন্দা।

বুধবার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান সাংবাদিকদের এ তথ্য জানালেন।

ড. মইনুল বলেন, ২২ মে শোরুমে গ্রাহকদের সোনা ফিরিয়ে দেয়া হবে।

এদিকে কার্যালয় থেকে বের হয়ে আপন জুয়েলার্সের দিলদার আহমেদ বলেন, ৪০ বছর ধরে সততার সঙ্গে ব্যবসা করে আসছি। কোনো অবৈধ জিনিস আমাদের দোকানে নেই। শুল্ক গোয়েন্দার অধিকার রয়েছে আমাদের দোকান অনুসন্ধানের। তারা আমাদের সোনা ও ডায়মন্ড জব্দ করেছেন। আমরা কাগজপত্র উপস্থাপন করবো। আমরা ভ্যাট দিয়ে থাকি ট্যাক্স দিয়ে থাকি। তাই পনেরো দিন সময় চেয়েছি। পাশাপাশি আইনজীবীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।

সোনা আমদানি নিয়ে দিলদার বলেন, গেলো ৫ বছর ধরে আমদানি নেই। রিসাইকেলিং করে সোনা বানানো হয়। আমি যেভাবে ব্যবসা করি সারা বাংলাদেশের সোনা ব্যবসায়ীরা একইভাবে ব্যবসা করেন। ব্যক্তিগতভাবে আপন জুয়েলার্স বন্ধ করা হলে সারা বাংলাদেশের জুয়েলার্স বন্ধ করতে হবে।

এর আগে বুধবার বেলা ১১টায় নোটিশের জবাব দিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত কার্যালয়ে আসেন আপন জুলেলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।

গাড়ি থেকে নেমে সোজা আইডিইবি ভবনের ১০ তলায় চলে যান। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুমে ‘অবৈধভাবে’ স্বর্ণ ও ডায়মন্ড মজুদ রাখার অভিযোগের ব্যাখ্যা দিতেই তারা শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন। তাদের সঙ্গে রয়েছেন আইনজীবী জাহাঙ্গীর কবীর।

এর আগে গেলো রোববার ও সোমবার ঢাকার গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের আপন জুয়েলার্সের ৫ টি বিক্রয়কেন্দ্রে ‘অবৈধভাবে’ মজুদ রাখার দায়ে ৪৯৭ কেজি স্বর্ণ ও ৪৩০ গ্রাম ডায়মন্ড জব্দ করে শুল্ক গোয়েন্দা।

পরে এসব স্বর্ণ ও ডায়মন্ড মজুদের বিষয়ে জানতে বুধবার সকালে দিলদার আহমেদসহ জুয়েলার্সের সব মালিককে তলব করেন শুল্ক গোয়েন্দারা।

বনানীর ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকের ছেলে। ওই ঘটনার পর থেকে আপন জুয়েলার্সে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ বনানীতে বেসকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি। গেলো ২৮ মার্চ রেইনট্রি হোটেলে ওই দুই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা করেন।

আদালতে দেয়া জবানবন্দিতে দুই ছাত্রী জানান, গেলো ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেয়া হয়। সেখানে ধর্ষণের শিকার হন তারা।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • কহিলেন তাহারা এর পাঠক প্রিয়
X
Fresh