• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লা-৮: ছাড় পাবে না জাপা, শক্ত অবস্থানে আ.লীগ

গোলাম কিবরিয়া, কুমিল্লা

  ২৪ অক্টোবর ২০১৮, ১৫:৪৬

কুমিল্লা-৮ বরুড়া আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে সক্রিয় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বর্তমান সংসদ সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই আসনে অংশ নিতে চায় অন্তত ৬ জন প্রার্থী। কুমিল্লার বরুড়া উপজেলা জাতীয় সংসদের ২৫৬তম আসন। এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৬৫ জন।

এখান থেকে ১৯৯১ এবং ২০০১ সালে নির্বাচিত হন বিএনপির আবু তাহের। আর ১৯৯৬ সালে নির্বাচিত হন আওয়ামী লীগের আবদুল হাকিম। তবে ২০০৪ সালে বিএনপির প্রার্থী আবু তাহের মৃত্যুবরণ করলে উপনির্বাচনে আসনটিতে জয়ী হয় তার ছেলে জাকারিয়া তাহের সুমন। আর ২০০৮ সালে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী নাছিমুল আলম নজরুল।

বর্তমান সংসদ সদস্য ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির কুমিল্লা জেলা সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম মিলন। তবে এবার মনোনয়ন পেতে মরিয়া আওয়ামী লীগের একাধিক প্রার্থী।

মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের নাছিমুল আলম নজরুল বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে ছিল। আগামী দিনেও থাকবে। তার মানে এই নয় যে কুমিল্লা বরুড়ার সিট জাতীয় পার্টিকে দেয়া হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমকে মনোনয়ন করে তো আমি নির্বাচন করবো।

অন্যদিকে মনোনয়ন দৌড়ে বিএনপির সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ছাড়াও বেশ কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে।

সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও কারাগারে আছেন। উনার মুক্তি আমাদের প্রধান দাবি। এগুলো যদি সরকার ফুলফিল করে বেগম খালেদা জিয়া মুক্তি হয়ে আসেন এবং বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে অবশ্যই আমি মনোনয়ন প্রার্থী।

এদিকে মাঠে জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন ছাড়াও একাধিক প্রার্থী। আর ভোটাররা বলছেন সৎ ও যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি দেখতে চান তারা।

জেএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • ভোটের হাওয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh