• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাতেই ভোটগ্রহণের অভিযোগে রাঙামাটিতে ১২ প্রার্থীর ভোট বর্জন

রাঙামাটি প্রতিনিধি

  ১৮ মার্চ ২০১৯, ১৫:৩৪

রাতেই ভোটগ্রহণের অভিযোগে রাঙামাটি জেলার বাঘাইছড়ি, নানিয়ারচর ও কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১২জন প্রার্থী ভোট বর্জন করেছেন। তাদের মধ্যে পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থী ও সাত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন।

ভোট বর্জন করে তারা নির্বাচন স্থগিতের আবেদন করেছেন।

‘রাতে ভোটগ্রহণ ও দিনে বেলায় ভোটারদের কেন্দ্রমুখী হতে না দেয়ার অভিযোগ এনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভোটগ্রহণ শুরুর একঘন্টা পরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী বড়ঋষি চাকমা এবং ওই উপজেলার তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী। এ উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুটি অংশের প্রভাবশালী দুই নেতা বড়ঋষি চাকমা ও সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা মুখোমুখি হয়েছিলেন এবার চেয়ারম্যান পদে।

ভোট বর্জনের ঘোষণা দিয়ে বর্তমান চেয়ারম্যান ও এবারের প্রার্থী বড়ঋষি চাকমা অভিযোগ করেন, ‘গতকাল রাতেই বিভিন্ন কেন্দ্রে অস্ত্রের ভয় দেখিয়ে ভোটগ্রহণ করা হয়েছে। আজ সকাল থেকেই আমার সমর্থক ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া হয়।’