• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মামুনুল হকের অ্যাকাউন্টে বছরে লেনদেন ৬ কোটি টাকা

আরটিভি নিউজ

  ৩০ মে ২০২১, ১৯:৫২

হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক বছরে প্রায় ৬ কোটি টাকা লেনদেন করেন বলে তথ্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩০ মে) ডিবি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম এ তথ্য জানান।

তিনি বলেন, নাশকতা মামলায় হেফাজতের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের অর্থনৈতিক নথিপত্র যাচাই-বাছাই করছি। পর্যবেক্ষণে মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে প্রায় ৬ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া সংগঠনটির অর্থ সম্পাদক কাসেমীর কাছেও বেশকিছু অ্যাকাউন্ট পেয়েছি, এসব অ্যাকাউন্ট নিয়েও তদন্ত করা হচ্ছে।

অর্থায়নগুলো বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে মাদরাসা ও মাদরাসার শিক্ষার্থীদের বিভিন্ন কাজে হেফাজতের কাছে দান করে থাকেন। এছাড়াও হেফাজতের জন্য কিছু কিছু টাকা বিদেশ থেকে আসে। কিন্তু সংগঠনটির নেতারা অর্থ সঠিকভাবে তদারকি করছে না। যেসব কাজে অর্থ আসছে তা সেই কাজে ব্যবহার না করে নেতারা নিজের প্রয়োজনে ইচ্ছামতো খরচ করতেন। টাকাগুলো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করেছে। অনেক নেতা আবার সংগঠনের টাকা দিয়ে নিজেদের বাড়ি-গাড়ি করেছেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামুনুল হকের মুক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা জানালেন
মামুনুল হকের জামিন বহাল
X
Fresh