• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা দিবে যুবলীগ

আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ১৭:৩৪
২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা দিবে যুবলীগ
২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা দিবে যুবলীগ

মহামারি করোনাভাইরাসের কারণে অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এই জরুরি টেলিমেডিসিন স্বাস্থ্যসেবায় প্রায় শতাধিক চিকিৎসক নিয়োজিত থাকবেন বলে জানা গেছে। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দেন এসব চিকিৎসক।

সোমবার (৫ এপ্রিল) এসব চিকিৎসকদের নাম ও ফোন নাম্বারসহ বিস্তারিত প্রকাশ করেছে কেন্দ্রীয় যুবলীগ। এর ফলে দেশের যেকোনো স্থান থেকে যেকোনো নাগরিক প্রকাশিত ফোন নাম্বারে ফোন করে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। সময় সমন্বয় করে এই চিকিৎসা সেবা ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে।

জরুরি এই টেলিমেডিসিন সেবা কার্যক্রমের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী। সমন্বয়কের দায়িত্ব পালন করবেন- সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক ডাঃ ফরিদ রায়হান, উপ-স্বাস্থ্য সম্পাদক ডাঃ মাহফুজার রহমান উজ্জ্বল, সহ-সম্পাদক ডাঃ মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফি, নির্বাহী সদস্য ডাঃ আওরঙ্গজেব আরু, নির্বাহী সদস্য ডঃ মোঃ রায়হান সরকার রিজভী।

এ বিষয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জানিয়েছেন, রাজনীতি হচ্ছে মানুষের জন্য। দেশের মানুষের সেবা করাই হচ্ছে যুবলীগের রাজনীতির মূল লক্ষ্য। দেশের মানুষের জন্য সবসময় যুবলীগ পাশে থাকবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে করোনাকালে এরকম উদ্যোগ অব্যাহত থাকবে। যেকোনো সংকটে-সংগ্রামে-মানবিকতায় মানুষের পাশে থাকবে যুবলীগ।

সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল জানিয়েছেন, করোনার সংক্রমণ রোধে লকডাউনে থাকা অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করণে এ উদ্যোগ করেছি আমরা। এতে ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন দেশের মানুষ। জনগণ কিছুটা উপকার পেলেই স্বার্থক আমরা।

টেলিমেডিসিন সেবাদানকারী চিকিৎসক ও তাদের ফোন নম্বর:
সমন্বয়ক কমিটি :

ডা. খালেদ শওকত আলী-০১৭৫৫৫৭৭৫৮৯, ডা. মো. হেলাল উদ্দিন-০১৮১৯২৭৫২১২, ডা. ফরিদ রায়হান-০১৭১১৩৭৬৭১৬, ডা. মাহফুজার রহমান উজ্জ্বল-০১৮১৮৭১৫৮৮৫, ডা. মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফি-০১৭১২০০৯১৬০, ডা. আওরঙ্গজেব আরু-০১৭১১১১০৬৭৯, ড. মো. রায়হান সরকার রিজভী-০১৫১৮৪৭৪২৯৮, মো. নাজমুল হাসান-০১৭১২৭৩৯৮০৬, ডা. নুরুল ইসলাম হাসিব-০১৮১৮৭৯৫৯৭৬, ডা. সম্রাট নাসের খালেদ-০১৭১৭৪৬৩৩৮৩, ডা. মফিজুর রহমান জুম্মা-০১৬৭০২৪২৯৬৭, ডা. মো. আতিকুর রহমান-০১৭৪৮৪৭৯০৯৮, ডা. মো. জাহাঙ্গীর আলম জুয়েল-০১৭২২১২২১৫২।

সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত :
ডা. তানিয়া খালেদ-০১৭৫৩৫৫২৫৫৬, ডা. মো. বনি ইয়ামিন খান-০১৭৪০২৩৩৯৫১, ডা. মো. ইবরাহিম খলিল জিলন-০১৭৯৬২৯৯৮৯৮, ডা. মো. মাহফুজুল হাসান খান সৈকত-০১৬৭৩৬৯৯০৩৮, ডা. এস এম সাঈদ উল আলম-০১৯১১৮৯৬৮৮৪, ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল-০১৬১৮৬৮৪৫৪৫, ডা. নৌশিন নাহিদ তাম্মি-০১৭৫১০৯৮৯১১, ডা. নাসের বদরুদ্দোজা-০১৭০৩০৪৯০১২, ডা. সঞ্জয় সাহা-০১৭৭১৯৪২২৬১, ডা. মো. নুরুজ্জামান-০১৭১১২৪৭৬৯৬, ডা. মো. সাজ্জাদ আল হাসান-০১৫১৫২০১৭২৮, ০১৭৬৮১৯৯২৯৩, ডা. নাজমুল হক-০১৭১৫৮৭১২৮৭, ডা. শান্ত দেবনাথ-০১৮৬৩৭৫৪৭৯০, ডা. মো. ফেরদৌস রাসেল-০১৭১০৪৩২৫৫৬, ডা. রাকিব উদ্দিন-০১৮১৮০৬৫৯৩০, ডা. দেবাশীষ চক্রবর্তী দেবু-০১৭৭৫৭৩৯৬৩৪।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh