logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

হেফাজতের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা

হেফাজতের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা

হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে আগামীকাল শুক্রবার দেশের কোথাও মানুষের আসা যাওয়ার পথে কোনো ধরনের সমাবেশ ও মিছিল করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন সংগঠনটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন'আমুল হাসান ফারুকী এ বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া সন্ধ্যা ৬টা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যম হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে তাদের নিজস্ব ফেসবুক পেইজে বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত একটি আপডেট দেয়া হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করার নির্দেশনার পাশাপাশি আরও দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছে।

একটি মধ্যে কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না। অন্যটি নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

এফএ

RTV Drama
RTVPLUS