• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুলিশি বাধায় ইসি ভবন ঘেরাও করতে পারেনি বাম জোটের নেতারা

আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২১, ১৮:৫২
Leaders, Left Alliance, surround, EC, building, due,police obstruction
পুলিশি বাধায় ইসি ভবন ঘেরাও করতে পারেনি বাম জোটের নেতারা

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটের নেতারা নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করতে গেলে পুলিশি বাধায় তা করতে পারেনি।

আজ বুধবার (৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরে সামনে পুলিশের বাধা পেয়ে সেখানেই সমাবেশ করেন বাম জোটের নেতারা।

জোটের সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফি রতন বলেন, হুদা কমিশন দিনের ভোট রাতে আয়োজন করে গণতান্ত্রিক সব দরজা বন্ধ করে দিয়েছে। জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করে নির্বাচন কমিশন এখনও লজ্জ্বাহীনভাবে তাদের পদ আঁকড়ে ধরে বসে আছে। এই নির্বাচন কমিশন তাদের পদে থাকার সমস্ত অধিকার হারিয়েছে। তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন ৪২ জন নাগরিক।
ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বাসদের কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান, সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব লাবলুও সমাবেশে বক্তব্য দেন।

আহসান হাবিব লাবলু বলেন, বর্তমান নির্বাচন কমিশন রাষ্ট্রের অধীনে নেই, তারা কতিপয় গুণ্ডাপাণ্ডাদের অধীনে চলে গেছে। গণতন্ত্রের পথ যেন অবরুদ্ধ হয়ে না হয়, সেজন্য আমরা জনগণকে নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম।

বাম নেতা নজরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ভেবেছে, তারা আজীবন ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু তা নয়। জনগণ গলায় গামছা দিয়ে তাদের রাজপথে নামিয়ে নিয়ে আসবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, বাধাগ্রস্ত হচ্ছে চাষের কাজ 
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ধ্রুব এষ আইসিইউতে
X
Fresh