• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নির্বাচনে ১৯ নারী প্রার্থী বিজয়ী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:১৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল ও জোটের মোট ১৯ নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা সবাই নৌকা প্রতীকের প্রার্থী। এবার নির্বাচনে মোট ৬৯ জন নারী প্রার্থী অংশ নিয়েছিলেন।

সোমবার নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

এরমধ্যে গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৩ ভোট।

রংপুর-৬ আসনে নৌকা প্রতীকে দুই লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শিরীন শারমিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।