• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৯
ছবি-সংগৃহীত

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

রোববার সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ভোটের ফলাফল অনুসারে ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

অন্যদিকে সবমিলিয়ে মাত্র ৭টি আসনে জয় পেয়েছে ধানের শীষের প্রার্থীরা। তাদের চেয়ে বেশি আসন পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম অংশীদার জাতীয় পার্টি। তাদের আসন ২০টি।

ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজারে প্রকাশিত সংবাদের শিরোনাম হলো ‘ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশে ফের ক্ষমতায় হাসিনা’।

এই সংবাদে বলা হয়েছে, ইতিহাস সৃষ্টির পথে শেখ হাসিনা। চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রীর মসনদে বসতে চলেছেন বঙ্গবন্ধুর কন্যা। বিপুল আসন নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত সংবাদটির শিরোনাম ‘বাংলাদেশের নির্বাচনে জয় পেয়েছে শেখ হাসিনা।’

বাংলাদেশের টিভি স্টেশন চ্যানেল ২৪ এর বরাত দিয়ে সংবাদটিতে বলা হয়েছে, রোববার অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিরোধী দল ভোট কারচুপি ও সহিংসতার অভিযোগ এনেছে। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

একই ধরনের সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়াও।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি’তে প্রকাশিত প্রতিবেদনে একই টিভি চ্যানেলের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ‘বাংলাদেশের শেখ হাসিনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে। তবে নতুন নির্বাচনের দাবি বিরোধী দলের।

একই সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন।

ইরানের গণমাধ্যম প্রেসটিভি’তে প্রকাশিত সংবাদের শিরোনাম ‘বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয় ক্ষমতাসীন দলের’।

বাংলাদেশের গণমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত সংবাদটিতে বলা হয়, প্রকাশিত ফলাফল অনুসারে শেখ হাসিনার আওয়ামী লীগই বিতর্কিত সাধারণ নির্বাচনে। অন্যদিকে বিরোধী দল ভোট কারচুপি এবং প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সহিংসতার অভিযোগ এনেছে।

কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত সংবাদের শিরোনামে বলা হয়, বাংলাদেশের নির্বাচনের জিতেছে হাসিনা, প্রত্যাখ্যান করেছে বিরোধী দল।

বাংলাদেশের গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদটিতে বলা হয়, বেসরকারিভাবে প্রকাশিত ফল অনুসারে রোববার অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে জয়লাভ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ। এর আগে প্রধান বিরোধী জোট সহিংসতা ও প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে।

যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত সংবাদের শিরোনামে নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়, টানা তৃতীয়বারের মতো জাতীয় নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের বরাত দিয়ে এই সংবাদে বলা হয়, জাতীয় নির্বাচনে জিতেছে শেখ হাসিনার দল। ব্যাপকভাবে প্রত্যাশিত এই ফলাফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত প্রতিবেদনটিই ছিল যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির প্রধান সংবাদ। এর শিরোনামে বলা হয়, বাংলাদেশ নির্বাচন: নতুন ভোটের দাবি বিরোধী দলের।

প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের বিরোধী দল রোববার অনুষ্ঠিত নির্বাচনকে ‘প্রহসনমূলক’ উল্লেখ করে এর নিন্দা এবং নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • নির্বাচনের তাজা খবর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
X
Fresh