• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় হানিফ-ইনুসহ চার আসনেই নৌকার জয়

কুষ্টিয়া প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:৩২

কুষ্টিয়ার চারটি আসনে মহাজোটের প্রার্থী বিজয়ী হয়েছেন। এরমধ্যে তিন আসনে আওয়ামী লীগ আর একটিতে মহাজোটের প্রার্থী বিজয়ী হয়েছেন।

কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নৌকা প্রতীকে ২ লাখ ৯৬ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ১৪ হাজার ৩৭৯ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মহাজোটের হেভিওয়েট প্রার্থী জাসদের সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে ২ লাখ ৮১ হাজার ৪৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এক্যফ্রন্ট প্রার্থী আহসান হাবিব লিংকন (কাজী জাফরের-জাপা) ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৩৬ হাজার ৭৭৪ ভোট।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম সরওয়ার জাহান বাদশা নৌকা প্রতীকে ২ লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২০ ভোট।

কুষ্টিয়া-৪ (কুমরাখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সেলিম আলতাব জর্জ নৌকা প্রতীকে ২ লাখ ৭৮ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহম্মেদ রূমী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩শ ১৯ ভোট।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে রোববার সকালে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়। এখানে কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে বিএনপির প্রার্থীরা ভোটে কারচুপির অভিযোগ করেন।

আরও পড়ুন :

আরএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • নির্বাচনের তাজা খবর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী ঘোষণা আবাহনীকে
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
কুষ্টিয়ায় ভাই-বোনসহ ৩ শিশুর ডুবে মৃত্যু
X
Fresh