• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটিশ হাইকমিশনারের ভোটকেন্দ্র পরিদর্শন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ দেখতে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

আজ রোববার রাজধানীর ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রটি পর্যবেক্ষণ করেন তিনি।

ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশে ব্রিটিশ হাইকমিশনার বেলা পৌনে ১১টায় ঢাকা-১০ আসনের ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রটি পর্যবেক্ষণ করেন তিনি।

এই ভোটকেন্দ্র পরিদর্শনের পর ব্রিটিশ হাইকমিশনার মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ ভোটকেন্দ্রও পরিদর্শন করেন।

এছাড়াও ঢাকা-৮ আসনে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করে বিদেশি পর্যবেক্ষকদের একটি দল। সেসময় পুলিশের আইজিপি’র সাথে নির্বাচনী পরিবেশ বিষয়ে মতবিনিময় করেন তারা।

এদিকে এবারের সংসদ নির্বাচনে যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অর্থায়নে প্রায় পাঁচ হাজার দেশীয় পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করছে বলে জানান, ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।

তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ভোটাররাও যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • নির্বাচনের তাজা খবর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজ 
বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার
X
Fresh