• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৬টি আসনে ভোটগ্রহণের জন্য প্রস্তুত ইভিএম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ডিসেম্বর ২০১৮, ০২:৪৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহৃত হবে ছয়টি আসনে। নির্বাচন দুয়ারে এসে পড়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে কেন্দ্রগুলো। নির্বাচন কমিশন কার্যালয়ে দৈবচয়নের মাধ্যমে বাছাই করা আসন ৬টি হলো- ঢাকা-৬ ও ১৩ আসন, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসনে ভোট গ্রহণের লক্ষ্যে এক হাজার ৮শ’ ৪০টি সেট ইভিএম প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণে কোনও ইভিএমে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আরেকটি ইভিএম চালু করা হবে। চট্টগ্রাম জেলা নির্বাচনী অফিসার মো. মুনীর হোসাইন খান আরটিভি অনলাইনকে বলেন, ইভিএমএ সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য দুইদিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।

রংপুরের ছয়টি আসনের মধ্যে রংপুর-৩ একটি আসনে ইভিএম পদ্ধতিতে ভোট হতে যাচ্ছে। অনভিজ্ঞ ও নিরক্ষর বয়স্ক ভোটাররা যাতে সহজে এই পদ্ধতিতে ভোট দিতে পারে সেজন্য বেশি বেশি প্রচারের কথা বললেন নমুনা ভোট দিতে আসা কয়েকজন।