• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঢাকার রাস্তায় সেনাবাহিনী, টহল বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ডিসেম্বর ২০১৮, ১৭:১৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ এখন ভোট দেয়ার অপেক্ষায় রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাঠ তৈরি করতে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের তৎপরতা বাড়িয়েছে। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সড়কগুলোতে আগের চেয়ে পুলিশ সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো। পাশাপাশি রয়েছে বিজিবি, র‌্যাব ও আমর্ড পুলিশ। তবে সবার নজর কেড়েছে রাজধানীর বিভিন্ন সড়কে সেনাবাহিনীর টহল।

শুধু টহল নয়, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্যদের প্রাইভেট গাড়িতে তল্লাশি চালাতেও দেখা গেছে।

সড়কে র‌্যাবের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। তারা বিভিন্ন এলাকায় মূল সড়কসহ গলিপথেও সার্বক্ষণিক টহল দিচ্ছে। নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সবধরনের ব্যবস্থাই নেয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিজিবি ও এপিবিএন সদস্যদের উপস্থিতিও রয়েছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ৩৮৯টি উপজেলায় বৃহস্পতিবার (২৭-১২-২০১৮) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ১৫২৩টি টহল পরিচালনা করেছে।

এছাড়া মোতায়েনের দিন ২৪ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেনাবাহিনী মোট ৩৯৯৮টি টহল কার্যক্রম পরিচালনা করেছে। টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যেকোন প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখ হতে দেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় মোতায়েন রয়েছে। মোতায়েনের দিন থেকেই সেনাবাহিনী সদস্যগণ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • নির্বাচনের তাজা খবর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সর্বশক্তি দিয়ে লড়বেন নেতানিয়াহু
চাকরি দিচ্ছে সেনাবাহিনী, আবেদন অনলাইনে
জার্মান সেনাবাহিনীতে মুসলিমদের জন্য ইমাম
X
Fresh