• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সীমিত এলাকায় চলবে সাংবাদিকদের মোটরসাইকেল: ইসি সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:১৭

যে সব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনও যানবাহন নেই, সেসব এলাকায় সাংবাদিকদের মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনের কমিশন সবিচালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এবার নির্বাচনের দিন হাইওয়েতে সকল যানবাহন বন্ধ থাকবে। যারা ভোট দিতে নির্বাচনী এলাকায় যাবেন তাদের আগেরদিন রাত ১২টার মধ্যে যেতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তি যেমন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভোটকেন্দ্রে গেলেও সেখান থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

এর আগে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষ না করেই বের হয়ে যান ঐক্যফ্রন্ট নেতারা। অপরদিকে কুড়িগ্রাম জেলার ৪টি আসনে বিচ্ছিন্ন চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার ভোটের সংবাদ ও ভিডিও ফুটেজ ধারণ করতে মোটরসাইকেল ব্যবহারের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • নির্বাচনের তাজা খবর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh