• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রাম-১৬ আসনে লড়াই হবে চতুর্মুখী

কাজী মনজুরুল,চট্টগ্রাম

  ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে চলছে জমজমাট প্রচারণা। বাঁশখালীতে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত সমর্থিত সাবেক এক উপজেলা চেয়ারম্যানের মধ্যে।

বাঁশখালীর একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনটি। এ আসনটির তিন লাখ তিন হাজার একশ’ ২৩ জন ভোটারের কাছে গিয়ে দিনরাত প্রচার প্রচারণা চালাচ্ছেন নয়জন প্রার্থী।

আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান, বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

এছাড়াও এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম ফরিদ আহমদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মহিউল আলম চৌধুরী, ন্যাপের আশীষ কুমার শীল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ মনিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী বজল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।