• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বস্তিবাসীর জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে: শেখ হাসিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৩০

বস্তিবাসীর জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের পরিকল্পনার কথা বলে শেখ হাসিনা এসময় বলেন, নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তেই রাজনীতি করি।

‘বস্তিবাসীর জন্য আমাদের ১০ হাজার ফ্লাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ঢাকায় এলিভেটেড রিং রোড, রাজধানীর চারপাশের ৫টি নদী খনন করার পরিকল্পনাও আছে।’

শেখ হাসিনা বলেন, সমগ্র বাংলাদেশে আমরা উন্নয়ন করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের সারিতে আমরা নিয়ে এসেছি। একের পর এক উন্নয়ন করে দেশ পরিবর্তন করেছি।

তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের উন্নয়ন করেনি বরং নিজেদের উন্নয়ন করেছে। দুর্নীতিতে দেশকে প্রথম অবস্থায় নিয়েছিল। আমরা সেই অবস্থা থেকে দেশকে নিয়ে এসেছি। এই ঢাকার ব্যাপক উন্নয়ন আমাদের সরকার করেছে।

এসময় তিনি নৌকায় ভোট দিতে উপস্থিত জনতাকে অনুরোধ করে বলেন, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের বন্ধু হয়ে কাজ করে যাচ্ছে। আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কাজ করতে দিন।

‘আমাদের রাজনীতিই হচ্ছে এ দেশের কৃষক, শ্রমিক সবস্তরের জন্য। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় রাজধানীর আসনগুলোতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • নির্বাচনের তাজা খবর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা  
নতুন সরকারের ১০০ দিন
X
Fresh