• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আবারও কাদেরকে চেয়ারম্যানের দায়িত্ব দিলেন এরশাদ

অনলাইন ডেস্ক
  ০৬ এপ্রিল ২০১৯, ১২:১২

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তারই ছোট ভাই জিএম কাদের। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানান তিনি।

এতে বলা হয়, ২২ মার্চ জারি করা সাংগঠনিক নির্দেশ, আজকের জারি করা নির্দেশ দ্বারা বাতিল করা হলো। গত ১৯ জানুয়ারি জারি করা নির্দেশ পুর্নবহাল করা হলো।

এরশাদ বলেন, আমি আমার দলের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের জানাচ্ছি যে, আমার অবর্তমানে ও চিকিৎসাধীন অবস্থায় বিদেশে অবস্থনকালে পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের।

পার্টির গঠনতন্ত্রের ২০/১-ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২২ মার্চ গভীর রাতে পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দিয়েছিলেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেয়া হয়। তবে মাত্র ১২ দিনের মাথায় গত বৃহস্পতিবার জিএম কাদেরকে আবারও পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় পার্টি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
এরশাদের ৯৫তম জন্মদিন আজ
১০ টাকা লিটার দুধ বিক্রি করে ভোক্তা অধিকারের সম্মাননা পেলেন এরশাদ
৪৮ ঘণ্টা না যেতেই রওশনের পার্টি থেকে পদত্যাগ করলেন সেন্টু
X
Fresh