• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জাপা সংসদে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে: জিএম কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০১৯, ২২:৫৮

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি সংসদে গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে। বঞ্চিত ও অবহেলিত মানুষের কথা বলবে। এতে সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা বাড়বে।

রাজধানীর মোহাম্মদপুরে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানা জাতীয় পার্টি আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জিএম কাদের ছাড়াও দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সংবর্ধনা দেয় মোহাম্মদপুর থানা জাতীয় পার্টি।

সংবর্ধনা সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। জাতীয় পার্টি সংসদে কতটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখবে, তা কাজের মাধ্যমে প্রমাণ হবে। জাতীয় পার্টি একটি জবাবদিহিমূলক সরকার গঠনে কাজ করবে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘নির্বাচনে প্রমাণ হয়েছে, যারা আগুনসন্ত্রাস করে জনগণ তাদের পছন্দ করে না। সংসদে আমরা দরিদ্র, মেহনতি মানুষের কথা বলব, সাংবাদিকদের কথা বলব। আমরা গণমানুষের আস্থা অর্জন করে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জন করব।’

আরো পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় পার্টি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
X
Fresh