• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৈধ প্রার্থী হতে ইসিতে রুহুল আমিন হাওলাদারের আবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮

জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের পক্ষে তার আইনজীবী নির্বাচন কমিশনে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছেন।

মঙ্গলবার দুপুরে হাওলাদারের পক্ষে আইনজীবী নজরুল ইসলাম এ আবেদন জমা দেন।

প্রার্থীতা ফিরে পেতে আবেদন করার পর নজরুল ইসলাম বলেন, ‘পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়েছে। কিন্তু আমরা ৮ নভেম্বর (তফসিল ঘোষণার দিন) নির্বাচন কমিশনকে জানিয়েছি উনি ঋণখেলাপি নন। নিয়ম মেনেই উপযুক্ত প্রমাণাদিসহ আপিল করা হয়েছে।’

আপিলের দ্বিতীয় দিনে বেলা ২টা পর্যন্ত ১১৫ জন আপিল করেছেন। ৩০৬৫টি মনোনয়নপত্র জমার পর রোববার বাছাইয়ে বাতিল হয় ৭৮৬টি।

এরমধ্যে সোম ও মঙ্গলবার দুদিন মিলিয়ে দুই শতাধিক ব্যক্তি প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। বুধবারও আপিল আবেদন জমা নেবে ইসি।

আরসি/পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় পার্টি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
আইসিসির আম্পায়ার প্যানেলে চার বাংলাদেশি নারী 
উপজেলা নির্বাচনে আপিল নিষ্পত্তি করবেন ডিসিরা
X
Fresh