• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জাপার মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার ২০ নভেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ নভেম্বর ২০১৮, ২২:৫৬

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ২০ নভেম্বর পুনঃনির্ধারণ করেছেন।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, নির্বাচন কমিশন থেকে তফসিল পুনঃনির্ধারণ করার প্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলা থেকে জাতীয় পার্টির নেতাদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য আরও দুদিন সময় প্রার্থনা করায় সাক্ষাৎকারের সময় দুদিন পিছিয়ে দেয়া হলো।

নতুন তারিখ অনুসারে ২০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে (গুলশান-১) প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

ওইদিন যেসব প্রার্থী জাতীয় পার্টির মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন- তাদের সবাইকে যথাসময়ে উল্লেখিত কনভেনশন সেন্টারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় পার্টি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ, বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন
সাক্ষাৎকারেই নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঈদের পর আন্দোলনে যাবে জাপা
X
Fresh