• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরকার এখনও পরিস্থিতির গুরুত্ব বুঝে উঠতে পারছে না: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ এপ্রিল ২০২০, ১১:৩৯
সরকার এখনও পরিস্থিতির গুরুত্ব বুঝে উঠতে পারছে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মৃত্যুও বাড়ছে। কিন্তু সরকার এখনও পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলে, যদিও এই সরকারের বৈধতার সংকট রয়েছে। তবু ভয়াবহ এই সংকট থেকে মুক্তি দিতে বিএনপি সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

তিনি বলেন, এই সংকটময় সময়ে আওয়ামী লীগ নেতাদের অহেতুক কথার জবাব দিয়ে সময় নষ্ট করতে চায় না বিএনপি। বরং কাজ করতে চায়।

তিনি বলেন, শ্রমিকদের ছুটি নিয়ে সরকারের ভূমিকা আমাদের মর্মাহত করেছে। এই সংকটময় সময়ে এতো মানুষের সমাগম- এটি সত্যিই আতঙ্কের।

রিজভী বলেন, দেশের অলিগলিতে ক্ষুধার্থ মানুষের লাইন দেখা যাচ্ছে। কর্মহীন এব মানুষের পাশে দাঁড়াতে পারেনি সরকার। করোনা সংকট মোকাবেলায় সরকার ক্রমশ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
পরিবারের খোঁজ নিতে কারাবন্দি নীরবের বাসায় রিজভী
‘পাশের দেশের স্বার্থ রক্ষায় স্বাধীনতাকে বিক্রি করছে সরকার’
‘প্রতিবেশী দেশের আশ্রয়ে সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে’
X
Fresh