• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ন্যায়বিচার আশা করলেও খালেদা জিয়া তা পাচ্ছেন না: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৮
ন্যায়বিচার আশা করলেও খালেদা জিয়া তা পাচ্ছেন না ফখরুল
ফাইল ছবি

বেগম খালেদা জিয়াকে অন্যায় ও বেআইনিভাবে কারাগারে আটকে রেখেছে বর্তমান সরকার। আদালতের কাছে আমরা ন্যায়বিচার আশা করলেও তিনি সুষ্ঠু বিচার পাচ্ছেন না। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা মহাবিহারে তিন দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। তাই আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নিপীড়ন এখনো অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে ও একটি মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে।

ফখরুল বলেন, বিএনপির আন্দোলনকে সরকার ভয় পায় বলে বিভিন্নভাবে দমানোর চেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।

ভারতে নাগরিকত্ব বিল প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সংঘাতের প্রভাব যেন বাংলাদেশে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা এটিও চাই যে ভারতের সকল নাগরিক সেদেশের নাগরিক হিসেবে বসবাস করুক।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
উপজেলা নির্বাচনে মাঠে আছেন বিএনপির অন্তত ৩০ নেতা 
X
Fresh