• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের কাছে মাথা বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগ: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ছবি: আরটিভি অনলাইন

নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের কাছে মাথা বিক্রি করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমনটা দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই ভোটারদের ভোট দেয়া নিয়ে তাচ্ছিল্য করেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জনগণ পরাধীন হয়ে যায়।

তিনি বলেন, আওয়ামী লীগের ভোট দরকার নেই; তাদের নিজেদের প্রয়োজনে ইভিএম ব্যবহার করে ভোটাধিকার হরণের বন্দোবস্ত করেছে। সিইসি রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিচ্ছেন।

রিজভী বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে হকার, পকেটমারদের মতোই কাজ করেছেন সিইসি। টাকার লোভে কিংবা শেখ হাসিনাকে সন্তুষ্ট করতেই ইভিএম ব্যবহার করতে মরিয়া প্রধান নির্বাচন কমিশনার। নিজের চাকরি রক্ষা করতে এসব করছেন তিনি।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
X
Fresh