logo
  • ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬

খোকাকে নিয়ে আব্বাসের আবেগঘন স্ট্যাটাস

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ৩১ অক্টোবর ২০১৯, ১০:৫০ | আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১১:৪৬
খোকা আব্বাস স্ট্যাটাস
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

খোকার শারীরিক অবস্থার অবনতির খবর জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার দীর্ঘদিনের রাজনীতির সহযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার অবনতি
---------------------------------------------------------------------

স্ট্যাটাসে খোকার আরোগ্য কামনা করে মির্জা আব্বাস লিখেছেন, ‘তুমি আর আমি কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে রাজনীতির মাঠে কাজ করে যাব। না হয় সেই আগের মতোই স্বার্থপর কোনো মানুষদের জন্য আব্বাস আর খোকা বাইরে বাইরে দূরত্বের সেই অভিনয়টা করে যাবে, আর ভেতরে থাকবে দুজনের প্রতি দুজনের অন্তর নিংড়ানো ভালোবাসা। আল্লাহ তোমার সুস্থতা দান করুক। তুমি ফিরে এসো খোকা, তুমি ফিরে এসো। আমি অপেক্ষায় থাকব।’

উল্লেখ্য, চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে মার্কিন যুক্তরাষ্ট্রে যান বিএনপির এই নেতা।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিএনপি এর সর্বশেষ
  • বিএনপি এর পাঠক প্রিয়