• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গণতন্ত্রের মুক্তির জন্য ত্যাগ স্বীকারের আহ্বান জানালেন ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১২ আগস্ট ২০১৯, ১৩:৪৩
ফখরুল

গণতন্ত্রের মুক্তির জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ আদায় শেষে কালিবাড়ির বাসভবনে তিনি এসব কথা বলেন।

দেশের সবাইকে ঈদের শুভেছা জানিয়ে এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আমাদের জীবনে বড় কিছু পেতে হলে ত্যাগ করতে হবে। আজকে সাময়িকভাবে দেশের যে অবস্থা, সে অবস্থায় জাতির কাছে আমাদের আহ্বান দেশনেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের প্রতীক, স্বাধীন ও সার্বভৌমত্বের প্রতীক; তার মুক্তির জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ স্বীকারে মানুষকে প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘সব বাধা-বিপত্তি কাটিয়ে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেন আমরা যেতে পারি, আল্লাহতালার কাছে সেই দোয়া চেয়েছি।’

দেশের মানুষকে বিএনপি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

এসময় বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক আখ্যায়িত করে তার মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

আরো পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
X
Fresh