• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হত্যা-ধর্ষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে: মির্জা ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুন ২০১৯, ১৬:৫০
মির্জা ফখরুল
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল, ছবি: আরটিভি অনলাইন

গত ১০ বছরে যত হত্যা-ধর্ষণ হয়েছে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৬ আসন থেকে সদ্যবিজয়ী এমপি জি এম সিরাজকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে শুক্রবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংসদে গিয়ে খালেদার মুক্তির কথা, নির্যাতন-নিপীড়ন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলবে নবনির্বাচিত এমপি গোলাম মোঃ সিরাজ।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিদিন বরগুনার মতো ঘটনা ঘটছে। বিচ্ছিন ঘটনা বলে সত্যকে আড়াল করতে চায় সরকার। আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ। দলীয় কারণে অপরাধী মুক্তি পেলে আইনশৃঙ্খলার অবনতি হবে, এটাই স্বাভাবিক ঘটনা। দেশে আইনের শাসন নেই। জবাবদিহিতা নেই। তাই বাড়ছে অপরাধ। বাড়ছে হত্যা-ধর্ষণ।

কর্নেল অলির মুক্তিমঞ্চ গঠনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকার বিরোধী যে কোনো উদ্যোগ স্বাগত জানায় বিএনপি।

এসময় বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য জি এম সিরাজ বলেন, গেজেট প্রকাশ হলে দ্রুতই শপথ নেব। জনগণের কথা বলতে সংসদে যাব। দিনের ভোট যাতে রাতে না হয়, আসন যাতে বেহাত না হয়, তাই নির্বাচন করেছি। বাইরে কথা বলা যায় না, তাই সংসদের ভিতর-বাইরে কথা বলতে চাই। খালেদা জিয়ার মুক্তি চাই। মানুষের কথা বলতে চাই।

পি

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
X
Fresh