• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির অনেক নেতা ঢাকায় রিকশা চালাচ্ছেন: মির্জা ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০১৯, ১৬:৩৭
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নির্যাতনের শিকার বিএনপির অনেক নেতা এখন ঢাকায় রিকশা চালাচ্ছেন। হকারগিরি করছেন। সুতরাং রাজনীতিকরা সব খারাপ এটা বলা ঠিক হবে না। দেশের জন্য তাদের এই ত্যাগকে মূল্যায়ন করতে হবে।

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বার্ষিক কাউন্সিলে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল আরও বলেন, ‘ব্যক্তিকে দেখে কখনও সামগ্রিক রাজনীতির বিচার করা উচিত নয়। সাংবাদিকরা মহান পেশায়, তাদের এসব নিয়ে বেশি ভাবতে হবে। বাংলাদেশে গভীর সঙ্কট বিরাজ করছে। এই সঙ্কট সমাজ, রাষ্ট্রজীবন থেকে ব্যক্তি জীবনেও দেখা দিয়েছে।’

এ সময় তিনি বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। আমরা তার মুক্তির কথা বলছি। চেষ্টা করছি। আন্দোলনও করছি। কিন্তু সব সময় সব আন্দোলন সফল নাও হতে পারে। আমরা এখন ফ্যাসিবাদের সঙ্গে লড়াই করছি।’

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাংবাদিক নেতা কামাল উদ্দিন সবুজ, এম আব্দুল্লাহ, কাদের গনি চৌধুরী, এমএ আজিজ প্রমুখ।

পি

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
‘আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে’
X
Fresh