• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে কারাগারে বাবর

সিলেট প্রতিনিধি

  ২০ এপ্রিল ২০১৯, ১৩:৫৪

সিলেট কেন্দ্রীয় কারাগারে অসুস্থ্যবোধ করায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। জানালেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার মো. আব্দুল জলিল।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক আবুল কালাম জানান, লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নেন। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। চিকিৎসা শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

সকালে হাসপাতালে নেয়ার পর হুইল চেয়ারে করে বাবরকে চিকিৎসকের কক্ষে নিয়ে যান কারারক্ষীরা।

জেল সুপার মো. আব্দুল জলিল জানান, কয়েদীদের নিয়মিত চেকআপের জন্য অংশ হিসেবে বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরকে গত বুধবার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহণের জন্য ঢাকা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
‘আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের এত সমস্যা কেন’
বাবরের নেতৃত্ব ছাড়ার রহস্য উন্মোচন করলেন জাকা আশরাফ
X
Fresh