• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সরকার চাইলেও বিএনপিকে শেষ করতে পারবে না : মির্জা ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ এপ্রিল ২০১৯, ১৭:১৪

সরকার বারবার চেষ্টা করেছে বিএনপিকে ভেঙে ফেলার। বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে নিশ্চিহ্ন করতে। আজকে খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে তাকে রাজনীতি থেকে দূরে সরি দিতে। বিএনপি এবং খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। সে জন্য সরকার চাইলেও বিএনপিকে শেষ করতে পারবে না। বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি।

‘খালেদা জিয়া: তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শিরোনামে বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার।

মির্জা ফখরুল বলেন, যারা মনে করেন বিএনপি নিঃশেষ হয়ে গেছে, আমি কখনও তাদের সঙ্গে একমত নই। বিএনপি এই দেশের মানুষের দল। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি সংকট মুহূর্তে উঠে দাঁড়িয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে ভেঙে ফেলার উদ্দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে দেয়ার জন্যই কারাবন্দি করা হয়েছে।কিন্তু সেটা সম্ভব হবে না, হতে পারে না।

এ সময় প্রকাশনা উৎসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বইয়ের লেখক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদারসহ আরও অনেকে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
X
Fresh