• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খালেদার প্যারোলে মুক্তির বিষয়টি বিএনপির নয়, পরিবারের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৯, ১৪:১০

বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি বিএনপির নয়; এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি (খালেদা জিয়া) ও তার পরিবার। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, প্যারোলে মুক্তির বিষয়টি একান্তই খালেদা জিয়া এবং তার পরিবারের বিষয়। এটা দলের কোনও বিষয় নয়।

তিনি বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং দেশনেত্রীকে মুক্ত করার আন্দোলন চলবে। আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে।

ফখরুল বলেন, গতকাল বাংলা নববর্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা তিনজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছি। এ সময় মূলত তার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে কথা হয়েছে। তিনি (খালেদা) দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। দলের খোঁজ-খবর নিয়েছেন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলছেন।

শোনা যাচ্ছে চেয়ারপারসনের মুক্তির বিনিময়ে বিএনপি সংসদে যাবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, এরকম কোনও ইনফরমেশন (তথ্য) আমাদের কাছে নেই।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh