logo
  • ঢাকা শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬

খালেদার অবস্থা কূটনীতিকদের জানালেন বিএনপি নেতারা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৪ এপ্রিল ২০১৯, ২১:৪৩ | আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২২:৩২
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কূটনীতিকদের কাছে তুলে ধরলে দলের সিনিয়র নেতারা।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে কূটনীতিকদের তারা এ তথ্য জানান।

বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, ইইউ, নরওয়েসহ বিভিন্ন দেশে কূটনীতিকরা অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কূটনীতিকদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানো হয়েছে। তারা বিষয়টি শুনেছেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, এটা নিয়মিত বৈঠক। খালেদা জিয়ার শারিরীক অবস্থা ও চিকিৎসার বিষয়ে কূটনীতিকদের সঙ্গে কথা হয়েছে।

বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ আরও অনেকে।

সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কূটনীতিকদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানো হয়ে। তারা বিষয়টি শুনেছেন।

জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়