• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশে আওয়ামী লীগ বলতে কিছু নেই : দুদু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৯, ২০:৫২

বিএনপির মাজা ভাঙেনি, আওয়ামী লীগের মাজা ভাঙা। শেখ হাসিনা আওয়ামী লীগের মাজা ভেঙে ফেলেছেন। দেশে আওয়ামী লীগ বলতে কিছু নেই। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, এখন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হচ্ছেন পুলিশ অফিসার, পুলিশ কমিশনার, এসি, ডিসিরা। আওয়ামী লীগ শেষ।

---------------------------------------
আরো পড়ুন: খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির মিছিল
---------------------------------------

বিএনপির ভাইসচেয়ারম্যান বলেন, যদি এই দেশে ফেয়ার নির্বাচন হয়। এখন শেখ হাসিনার জেতাও কষ্ট হয়ে যাবে।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির নেতাকর্মী‌দের কীভাবে জেলে ভরতে হয়, নির্যাতন করতে হয় তা সরকার জানে। কিন্তু শিক্ষকদের যে সমস্যা তার নজরে আসে না।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একমাত্র বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে : দুদু
ঘানি টেনে তেল বের করা সেই দুদু মিয়া পেলেন গরু সহায়তা
বিএনপি নেতা দুদু জামিনে মুক্ত
আরও ৩ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন
X
Fresh