• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বর্তমান সরকার ও সিইসি'র অধীনে কোনও নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট : ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি

  ২১ জানুয়ারি ২০১৯, ২০:৫০

আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কলল্কিত অধ্যায় সৃষ্টি করেছে। বর্তমান সরকার ও সিইসি'র অধীনে জাতীয় ঐক্যফ্রন্ট আর কোনও নির্বাচনে যাবে না। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (সোমবার) দুপুরে লালমনিরহাটের (সদর আসন) রাজপুর ইউনিয়নের পূর্ব খলাইঘাট চরে ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ইউনিয়ন বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হক নিহতের ঘটনায় প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আজকে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এই দেশটা আপনাদেরেই রক্ষা করতে হবে। দখলদারী সরকার বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়ে গেছে। তারা সংবিধান লংঘন করেছে। জনগণের রায়কে তারা ডাকাতি করে নিয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের সুযোগ পেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে। তাই এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, পরাজয় আমাদের হয়নি, পরাজয় হয়েছে আওয়ামী লীগের। নৈতিকভাবে তাদের পরাজয় হয়েছে। আওয়ামী লীগ সেই দল যারা শুধুই ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না। সংবিধান এবং রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য।

তিনি আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনেও আওয়ামী লীগ একই কাজ করেছিল। বিনা প্রতিদ্বন্ধিতায় ১৫৩ আসনে জয়লাভ করেছিল। নির্বাচনের দিন বিনা অপরাধে সারাদেশে ২২ জন সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে। ধানের শীষে ভোট দেযার অপরাধে নোয়াখালিতে নারী ধর্ষনের ঘটনারও তীব্র সমালোচনা করেন।

সমাবেশে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল কিন্তু তা ২৯ ডিসেম্বর রাতে সরকার ডাকাতি করেছে। ভোট ডাকাতির জন্য সরকারকে বিশ্ব পুরস্কার দিতে হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমার জানা ছিল না ভোটের দিন মরতে হয়। শেখ হাসিনা এবারের নির্বাচনে যা করেছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্ল্যাহ চৌধুরী।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
X
Fresh