• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বর্তমান সরকার ও সিইসি'র অধীনে কোনও নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট : ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি

  ২১ জানুয়ারি ২০১৯, ২০:৫০

আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কলল্কিত অধ্যায় সৃষ্টি করেছে। বর্তমান সরকার ও সিইসি'র অধীনে জাতীয় ঐক্যফ্রন্ট আর কোনও নির্বাচনে যাবে না। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (সোমবার) দুপুরে লালমনিরহাটের (সদর আসন) রাজপুর ইউনিয়নের পূর্ব খলাইঘাট চরে ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ইউনিয়ন বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হক নিহতের ঘটনায় প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আজকে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এই দেশটা আপনাদেরেই রক্ষা করতে হবে। দখলদারী সরকার বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়ে গেছে। তারা সংবিধান লংঘন করেছে। জনগণের রায়কে তারা ডাকাতি করে নিয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের সুযোগ পেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে। তাই এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।