• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে সংঘর্ষে বিএনপি প্রার্থী খোকন গুলিবিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:১৫

নোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপি মধ্যে সংঘর্ষের হয়েছে। এতে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি একাংশ) আসনে বিএনপি মনোনীতপ্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় ৩টি মোটরসাইকেলে আগুন ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়েছে।

আজ (শনিবার) বিকেল ৫টার দিকে সোনাইমুড়ি আনোয়ারা কমিউনিটি সেন্টারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, বিকেলে আমার নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। যখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধার উপক্রম হয়েছে, একপর্যায়ে আমি দলের নেতাকর্মীদের নিয়ে চলে আসার পথে সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদের নেতৃত্বে একদল পুলিশ গুলি করলে আমি ও আামার নেতাকর্মীরা গুলিবিদ্ধ হই।

নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মাহবুব উদ্দিন খোকনের পিঠে ছররা গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালানো হয়েছে। তবে এসময় কেউ গুলিবিদ্ধ হয়েছে কী না আমাদের জানা নেই।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জনগণ এই প্রতারণার নির্বাচন বাতিল চায়’
X
Fresh