• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কারখানায় শ্রমিক মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: ফখরুল 

আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২১, ২৩:৫৯
কারখানায় শ্রমিক মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: ফখরুল 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারকাখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনা সরকার এড়াতে পারে না। শুক্রবার (৯ জুলাই) কারখানায় অগ্নিকাণ্ডে বহু শ্রমিকের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, লকডাউন নিয়ে সরকারের এই দ্বৈতনীতির কারণে নারায়গঞ্জে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লকডাউনে কারখানা খোলা রাখায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে এসে অগ্নিকাণ্ডে নির্মমভাবে জীবন দিতে হলো খেটে খাওয়া শ্রমিক-কর্মচারীদেরকে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অনেক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু সরকার অগ্নি দুর্ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়াসহ নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh