• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার জামিনের বিষয়ে যে পরামর্শ দিলেন ডা. জাফরুল্লাহ

আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ২২:৪৪
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষ মুক্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের জন্য আবারও আবেদনের পরামর্শ দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার জামিনের জন্য হাইকোর্টে ১০ হাজার লোক যান, ভয়ে থাকবে।

রোববার (০৬ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, খালেদা জিয়াকে আপনারা বাঁচাতে পারেন। আর খালেদা জিয়াই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। বিদেশ থেকে বইসা তারেক রহমান ওহি পাঠাইয়া লাভ হবে না।

খালেদা জিয়াকে দ্রুত কারাগার থেকে জামিনে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ বিচারকদের প্রতি অনুরোধ জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, তার পরিবারকে বলব, কষ্ট পাবেন না। আপনারা ৪০১ ধারায় তাকে মুক্ত করে ভুল করেছে। জেলখানা থেকে তাকে ফিরোজা এনে বন্দি করেছেন।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকে উপস্থিত ছিলেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
খালেদা জিয়ার হাতে তার জীবনীগ্রন্থ তুলে দিলেন ফখরুল
সরকার খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষায় আছে : গয়েশ্বর
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
X
Fresh