• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

এবারও খালেদা জিয়ার ঈদ হাসপাতালে

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২১, ২১:১৮
এবারও খালেদা জিয়ার ঈদ হাসপাতালে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবার ঈদ করবেন হাসপাতালে। রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন তিনি। প্রতি ঈদের ন্যায় এবারও ঈদের দিন পরিবারের সদস্য ও দলের সিনিয়র নেতারা তার সঙ্গে দেখা করতে হাসপাতালে যাবেন।

করোনা মহামারি হওয়ায় এবার দলীয় কয়েকজন সিনিয়র নেতা ও খালেদা জিয়ার কয়েকজন আত্মীয়-স্বজনরা হাসপাতালে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য বিএনপি ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ঈদের দিন আমাদের নেত্রী হাসপাতালে থাকছেন।
জানা গেছে, খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার সঙ্গে দলের সিনিয়র কয়েকজন নেতা ঈদের শুভেচ্ছা জানাতে যাবেন।

ঈদের দিন নামাজের পর সকাল ১১টা ৩০ মিনিটে বিএনপি মহাসচিবসহ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এই উপলক্ষে ঢাকা পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তা ও সহযোগিতা চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার চিঠি পাঠিয়েছেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি অবস্থায় টানা ৪ ঈদ উদযাপন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে নাজিম উদ্দিন রোড়ের পরিত্যক্ত পুরানো কেন্দ্রীয় কারাগারে দুটি ঈদ পার করেন তিনি। বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ঈদুল ফিতর কেটেছে তার। এরপর ঈদুল আজহাও বিএসএমএমইউ হাসপাতালে থেকেই উদযাপন করেন খালেদা জিয়া। এর আগে ১/১১ সরকারের সময় সংসদ ভবন এলাকায় সাব জেলে বন্দি থাকাকালে ২টি ঈদ কাটিয়েছেন খালেদা জিয়া।

এফএ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
X
Fresh