• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘নিপুণের ফাঁস হওয়া অডিও ক্লিপ ভুয়া’

আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২১, ১৮:৩৭
নিপুণের ফাঁস হওয়া অভিও ভুয়া দাবি মির্জা ফখরুলের

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের ডাকা হরতালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী গাড়িতে অগ্নিসংযোগের জন্য মোবাইলে নির্দেশনা দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মোবাইলে নির্দেশনা প্রদানের অভিযোগে নিপুন রায়কে ২৮ মার্চ গ্রেপ্তার করে র‌্যাব। তবে মোবাইলের এই অডিও কথোপকথন বানোয়াট ও ভুয়া বলে দাবি করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০২ এপ্রিল) বিকেল ৪টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এমন দাবি করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ঢাকায় হেফাজত আহুত হরতালের দিনে ২৮ মার্চ বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ওই দিন একটি বেসরকারি টিভি চ্যানেল জনৈক আরমানের সঙ্গে তার কথোপকথনের একটি বানোয়াট অডিও প্রচার করে, যা সম্পূর্ণভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা, বানোয়াট এবং ভিত্তিহীন। নিপুণ রায় চৌধুরী একজন কর্মরত আইনজীবী, সক্রিয় মানবাধিকারকর্মী; সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই উঠতে পারে না।

এফএ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
X
Fresh