• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে বিএনপি সব কর্মসূচি স্থগিত করলো

আরটিভি নিউজ

  ২৪ মার্চ ২০২১, ১৯:১০
বিএনপির সব কর্মসূচি স্থগিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৫ মার্চ আলোচনা সভা, ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর র‌্যালি ও ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সব কর্মসূচি স্থগিত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়াও কর্মসূচিগুলো পালনে পুলিশের অনুমতি পায়নি বলে জানান বিএনপি দলের স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। এই বিপদজন অবস্থায় দলের কর্মসূচি নেওয়া শুভকর হবে না। তাই কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে আমাদের গৃহীত কর্মসূচিগুলো পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে বাস্তবায়ন করা হবে।

গুলশানে চেয়ারপারসনের কারযালয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
এফএ

মন্তব্য করুন

daraz
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপাচার্যের আশ্বাসে জাবিতে অবরোধ কর্মসূচি স্থগিত
অনিবার্য কারণে কর্মসূচি স্থগিত করল আ.লীগ
ঘন কুয়াশার কারণে ফিরে এলো রাষ্ট্রপতির হেলিকপ্টার
X
Fresh